Lt. Gen. Masud Uddin Chowdhury

Lt. Gen. Masud Uddin Chowdhury

এক-এগারোর সংঘটক সর্বশেষ সেনা কর্মকর্তাও অবসরে যাচ্ছেন – কাজী হাফিজ

এক-এগারোর ঘটনায় জেনারেল মইনের অন্যতম সহযোগী লে. জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী সেনাবাহিনী থেকে বিদায় নিচ্ছেন। আগামী ২৯ জুন তাঁর স্বাভাবিক অবসরে যাওয়ার তারিখ নির্ধারণ করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি হয়েছে। ওই দিন তাঁর বয়স ৫৭ বছর পূর্ণ হচ্ছে।

লে. জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীর অবসরে যাওয়ার মাধ্যমে ২০০৭ সালে এক-এগারোর সংঘটক সেনা কর্মকর্তাদের সবারই সেনাবাহিনী থেকে বিদায় নেওয়ার কাজটি সম্পন্ন হবে।

তবে মাসুদউদ্দিন সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার পরও অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্ব পালন করতে পারবেন কি না, সে বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

গতকাল টেলিফোনে যোগাযোগ করা হলে অস্ট্রেলিয়া থেকে কালের কণ্ঠকে মাসুদউদ্দিন চৌধুরী বলেন, ‘এখনো পর্যন্ত সরকারের কাছ থেকে নতুন কোনো নির্দেশনা পাইনি।’

অবসরে যাওয়ার প্রস্তুতি হিসেবে ২৯ জুনের আগেই আপনাকে দেশে ফিরতে হচ্ছে কি না_এ প্রশ্নে তিনি বলেন, সে বিষয়টিও সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

উল্লেখ্য, ‘এক-এগারো’র সংঘটকদের মধ্যে সাবেক সেনাপ্রধান জেনারেল জেনারেল মইন উ আহমেদ অবসর গ্রহণের পর এখন বিদেশে অবস্থান করছেন। লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীও অবসরে। ব্রিগেডিয়ার জেনারেল বারী এখন সেনাবাহিনীর খাতায় পলাতক হিসেবে চিহ্নিত। জরুরি অবস্থায় সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে হিসেবে নিয়োগ নিয়ে দেশ ছাড়েন। বর্তমান সরকার তাঁকে দেশে তলব করলেও তিনি আর ফিরে আসেননি। মেজর জেনারেল এটিএম আমিনের চাকরি বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলে তিনি সে চাকরি গ্রহণ না করে সেনাবাহিনী থেকে বিদায়ের পথটিই বেছে নেন।

এক-এগারোর ঘটনার সময় মাসুদউদ্দিন চৌধুরী সাভারে নবম পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন এবং তিনিই তাঁর অধীন ব্যাটালিয়নের সহযোগিতায় বঙ্গভবনের নিয়ন্ত্রণ গ্রহণ করেন। এক-এগারোর পর তিনি লে. জেনারেল হিসেবে পদোন্নতি লাভ করেন। গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। জরুরি অবস্থার শেষ দিকে ২০০৮ সালের ২ জুন সশস্ত্রবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার থেকে সরিয়ে ন্যাশনাল ডিফেন্স কলেজে বদলির ঘটনায় এই আভাস পাওয়া যায়, জেনারেল মইনের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো যাচ্ছে না। এরপর এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার বদলি করে তাঁর চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। এরপর তিনি অস্ট্রেলিয়ার হাইকমিশনার হিসেবে নিয়োগ পান। সেনাবাহিনী থেকে তাঁর অবসর প্রদানসংক্রান্ত পরিপত্রে এই মর্মে বলা হয়েছে, বর্তমান পদবিতে সর্বোচ্চ বয়সসীমা শেষে স্বাভাবিক অবসর প্রদান করা হলো। এ কর্মকর্তাগণ প্রচলিত বিধি অনুযায়ী পূর্ণ অবসর ভাতা, ছুটি, আনুতোষিক ইত্যাদিসহ সব আর্থিক ও অন্য সুবিধা প্রাপ্য হবেন।

original source | Facebook

2011/pdf/93454_lt_gen_masud_uddin_chowdhury_461011412.pdf ( B) 


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment