Imran demands apology from Pakistan to Bangladesh
Ex-Pakistani cricket star Imran Khan has demanded an official apology from the Government of Pakistan to the people of Bangladesh for the atrocities allegedly committed by the Pakistan Army in 1971.
Imran Khan stunned everyone during a live television show hosted by Hamid Mir on Geo News and Geo Super TV channels on Wednesday afternoon just a few moments before the start of a cricket match between Pakistan and West Indies in Mirpur, Bangladesh.
Hamid Mir invited Imran Khan in his live TV show on March 23, which was Pakistan Day. He asked a question to Imran Khan about the expected behaviour of Bangladeshi crowd in Mirpur. Imran Khan said that Bangladeshis will support the Pakistani cricket team.
Hamid Mir informed Imran Khan that today (March 23) is Pakistan Day and Bangladeshis will support Pakistani cricket team “Don’t you think that the time has come that the Pakistani government must apologise to the people of Bangladesh for Army operation in 1971”? Imran Khan immediately agreed with Hamid Mir and said that previously he was also of the opinion that Army operation was a good thing because there was no independent media in Pakistan in 1971. Imran Khan said that when he went to England in 1971, his Bengali friends told him the reality of the Army operation. Imran Khan said that he experienced the love and affection of Bangladeshis during an exhibition match in Mirpur in 1989.
He said that the Army operations always created hatred in Pakistan and we must apologise to Bangladeshis. Responding another question, Imran Khan said “we must learn lessons from our past mistakes and we should not repeat these mistakes in Balochistan and tribal areas where we have started Army operations on the US pressure”. Cricketer-turned-politician Imran Khan is the first ever Pakistani dignitary who has demanded an apology from Pakistan to Bangladesh on a live TV show in Pakistan.
Original Source at http://www.defence.pk/forums/current-events-social-issues/99857-imran-demands-apology-pakistan-bangladesh.html
বাংলাদেশের কাছে পাকিস্তানের নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত | Source at http://www.prothom-alo.com/detail/date/2011-03-24/news/141218
একাত্তরে গণহত্যাসহ মানবতাবিরোধী সব ধরনের অপরাধের জন্য বাংলাদেশের জনগণের কাছে পাকিস্তান সরকারের নিঃশর্ত ক্ষমা দাবি করেছেন সাবেক ক্রিকেট তারকা ইমরান খান।
গতকাল বুধবার দুপুরে জিয়ো নিউজ ও জিয়ো সুপার টিভিতে সরাসরি সম্প্রচারিত টক শোতে ইমরান খান এ দাবি তোলেন। ঢাকার মিরপুর স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ শুরুর আগে তাঁর এ বক্তব্য পাকিস্তানিদের বিস্মিত করেছে।
জানা মতে, এই প্রথম পাকিস্তানের কোনো বিশিষ্ট নাগরিক সরাসরি সম্প্রচারিত কোনো টিভি অনুষ্ঠানে বাংলাদেশের কাছে পাকিস্তানের ক্ষমা প্রার্থনার দাবি তুললেন।
জিয়ো টিভির টক শোতে ইমরান খানের সাক্ষাৎকার নেন চ্যানেলটির নির্বাহী সম্পাদক বিশিষ্ট সাংবাদিক হামিদ মির। ঢাকায় বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরুর আগে ইমরানের কাছে হামিদের প্রশ্ন ছিল, মিরপুরে বাংলাদেশের দর্শকদের কাছে তিনি কী আচরণ আশা করেন। ইমরানের উত্তর ছিল: পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থন জানাবে বাংলাদেশ।
হামিদ তখন বলেন, আজ ২৩ মার্চ পাকিস্তান দিবস। এ দিনে আপনার প্রত্যাশা, বাংলাদেশের দর্শক পাকিস্তান দলকে সমর্থন জানাবে। আপনার কি মনে হয় না, একাত্তরে সামরিক অভিযানের জন্য বাংলাদেশের জনগণের কাছে পাকিস্তানের ক্ষমা চাওয়ার সময় এসেছে?
এ বিষয়ে হামিদ মিরকে সমর্থন জানান ইমরান খান। তিনি বলেন, অতীতে তাঁর মত ছিল, সামরিক অভিযান ভালো পন্থা। কারণ একাত্তরে কোনো নিরপেক্ষ গণমাধ্যম ছিল না।
১৯৭১ সালে তাঁর লন্ডনের দিনগুলোর স্মৃতিচারণা করে ইমরান আরও বলেন, ‘সে সময় আসলে কী ঘটেছিল, তাঁর নির্মম রূপটা বাংলাদেশি বন্ধুদের কাছ থেকেই জেনেছিলাম। আর ১৯৮৯ সালে মিরপুরে প্রদর্শনী ক্রিকেট ম্যাচ খেলতে গিয়ে বাংলাদেশের জনগণের ভালোবাসা পেয়েছি।’
ইমরান খানের মতে, সামরিক অভিযানকে পাকিস্তানে সব সময় ঘৃণার চোখে দেখা হয়। আর একাত্তরের জন্য পাকিস্তানকে অবশ্যই বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে।
পাকিস্তানের এই ক্রিকেট কিংবদন্তি আরও বলেন, ‘অতীতের ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বেলুচিস্তান ও আদিবাসী-অধ্যুষিত এলাকাগুলোতে ভুলের পুনরাবৃত্তি করাটা আমাদের জন্য ঠিক হবে না। যদিও মার্কিন চাপের কারণে ওই এলাকাগুলোতে আমরা সেনা অভিযান চালাচ্ছি।’