কর্পোরেইট প্রতিষ্ঠান আমাদের সংস্কৃতিকে রক্ষা করছে ‘আফটার অল’ উদিসা ইসলাম

কর্পোরেইট প্রতিষ্ঠান আমাদের সংস্কৃতিকে রক্ষা করছে ‘আফটার অল’ উদিসা ইসলাম

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটাকে কোনো বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে ঝগড়া হিসেবে দেখলে হোঁচট খেতে হবেএ-লেখা কেবলই একজনের মতামত এবং অবশ্যই সেটাকে লেখক দায়িত্বশীলতার সাথেই ধারণ করেন

আমরা এখন বেশ উদ্দীপনার সাথে বৈশাখ পালন করছিএকুশে শহীদ মিনারে ছুটছিবসন্ত-বরণ, এমনকি নবান্ন উৎসবে এখন মানুষের ভিতর থেকে হঠাৎই ডাক আসা বেড়ে গেছেএখন আমরা অনেকেই জানি, বসন্তে কী রঙের পোশাক পড়তে হয়, নবান্নে ভোরবেলা চারুকলায় অনুষ্ঠান হয়, শহীদ মিনারে সাদা বা কালো পোশাকে যেতে হয়তবে প্রভাত ফেরিতে পায়ে জুতা পড়তে হয় কি-না সেটা অবশ্য জানি নাআমি সেটাকে নেতিবাচক হিসেবে দেখি নাএকটা সময় ভাটা গেলে তারপরই জোয়ারের সম্ভাবনা থাকে বৈকিকিন্তু আপত্তির জায়গা অন্যখানেকারা কী উদ্দেশ্যে এ-সংস্কৃতি রক্ষার দায়টা নিলো? বিভিন্ন কর্পোরেইট প্রতিষ্ঠান ও বুটিক দোকান মানুষের মধ্যে চেতনার বৈচিত্র তুলে আনার মহান প্রয়াস করে যদি ব্যবসাটা তুঙ্গে তুলতে পারে, তাহলে ক্ষতি কী? মূল জায়গা ব্যবসাশুধু দুটো ঈদ দিয়ে এ-বিশাল মার্কেটকে ধরতে না পারার ব্যবসাপ্রতি মাসে যদি পার্বণ লাগিয়ে রাখা যায়, আর শেখানো যায় যে, এক-একটি দিনের একেক রকম পোশাক ও এবং এ-পোশাকগুলো কেনা ও পড়াটাও সে-উৎসবের অংশ, তাহলে তাদের চাওয়া পূর্ণ হয়কেনো-না, তারা চেতনা শান দেওয়ার ঠিকা নেয়নিএটা ধ্রুব সত্য

চারিদিকে বিজ্ঞাপনের তোড়জোড়, জামা-কাপড় কেনার ধুম দেখে যখন গেলো-গেলো রব ওঠে, তখন এক-শ্রেণীর ভাড়াটে চিৎকার দিয়ে বলেন, ‘আরে কর্পোরেইট প্রতিষ্ঠান যদি বোধোদয় ঘটায়, তাহলে আপত্তি করবে কেনো? আমরা সব ভুলতে বসেছিলোমজামা-কাপড় কেনানোর মধ্য দিয়েও যদি কিছু শেখানো যায়, তাহলে আপত্তি করবে কেনো? এ-ব্যাখ্যার জায়গাতেই আমার বা আমরা যারা সহমত জানাই, তাদের আপত্তি

একুশ নিয়ে আগে কী ছিলো, সে-হা-পিত্তেস করার সুযোগ আছে বলে আমার মনে হয় নাসময়ের দাবী বলে একটা কথা আছেকিন্তু যখন দেখা যায় একুশের সকালে আপনি কীভাবে সাজবেন, সেটা নিয়ে সংবাদপত্রের পাতা ছবিতে ভরে ফেলা হয়, একুশের পোশাক কোনো দোকান কীভাবে তৈরি করেছে, তা-ই আপনার জন্য যখন মুখ্য হয়ে যায়, শোক যখন উৎসবে পরিণত হয়, তখন ভাবনার আছেএকুশের চেতনা, কেনো একুশ সেটা এখনকার ছেলেমেয়েরা যতোটা না জানে, একুশের দিন-যে সাদা-কালো পোশাক পরতে হয়, সেটা অনেক বেশি জানে ও বুঝেঢাকার বেশ কিছু ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলে-মেয়েদের কাছে একুশের ৫ শহীদের নাম জিজ্ঞেস করে উত্তর পাওয়া যায়নিযে-শিক্ষার্থীরা ক্লাসে প্রথম-দ্বিতীয় স্থান অধিকার করে বসে থাকে, তারা ভাষা আন্দোলনের ইতিহাস জানে না বললেই চলে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা ২১ ফেব্রুয়ারী পাওয়ার পর জানাজানির পরিধি কিছুটা বেড়েছেতবে সে-পরিধির ব্যাপ্তি নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে৫টি প্রথম সারির স্কুল ঘুরে ছেলেমেয়েদের কাছে ভাষা দিবসের ইতিহাস পাওয়া গেলো, সেটাকে এ-ভাবে সাজানো যেতে পারে, ‘আমরা উর্দুতে কথা বলতামবাংলায় কথা বলার জন্য আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে জিতেছিসেটা করতে গিয়ে অনেকে গুলি খেয়েছেপ্রাণ হারিয়েছেতাই এই দিনটাকে আমরা স্মরণ করি।’ ভাষা শহীদ কয়জন তাদের নাম বলো প্রশ্নের উত্তরে একটু লজ্জা পেয়ে চোখমুখ বাঁকিয়ে বললো, ‘উ….ম, সা…আ..আ..লাম, মোবা-র-রক…রফিক…আর যেনো কে…স্যরি‘ নতুন-নতুন পোশাক কেনো কিনতে হয়, এ-প্রশ্নে তাদের উত্তর ছিলো, ‘এ-দিনটাকে স্মরণ করে সবাই একসাথে হতে পারিসবাই নতুন পোশাক পড়িসাদা-কালো পোশাক পরে শোকের দিনটিকে স্মরণ করিদ্যাটস ইটনাথিং এলস

তাহলে বুঝতে অসুবিধা হচ্ছে কি কেনো আমরা এ-পোশাকী শোকের আপত্তির জায়গা নিয়ে কথা তুলছি?

ঈদ, বৈশাখ, ভ্যালেন্টাইন ডে, বন্ধুত্ব দিবস এলেই মোবাইল কৌম্পানীগুলো পুরো উৎসবটার মাতব্বরে পরিণত হয়অনুষ্ঠান দেখতে চান? সমস্যা কী? মোবাইল কৌম্পানীগুলো কনসার্টের আয়োজন করবেএকটু বেড়াতে যাবেন? কোনো সমস্যা নেইমোবাইল কৌম্পানীগুলো বিশেষ ছাড় দিবে। ফ্যান্টসী কিংডম কিংবা নন্দন ঘুরে আসুন

বন্ধুকে শুভেচ্ছা জানাবেন? মুশকিল আসানএসএমএস ফ্রীসেটুকু হলেও হয়তো চোখ বন্ধ করে রাখা যেতোআমাদের চারুকলা প্রতিষ্ঠানসমূহ বৈশাখের শোভা যাত্রার ব্যবস্থা করে আসছে বছরের পর বছরএকসময় নিজেরা চাঁদা তুলে যার যার সামর্থ অনুযায়ী সেটা করা হতোএরপর এলো বিভিন্ন কর্পোরেইট প্রতিষ্ঠানের সহায়তার হাতকতো টাকা লাগবে? আরেকটু জাঁকজমক করা যেতে পারেবাংলা লিঙ্ক যদি স্পন্সর করে, তাহলে আপনার শোভাযাত্রার সব বাংলা লিঙ্কের কর্পোরেইট কালার (কমলা-কালোর ডোরাকাটা) দিয়ে সাজাবেন

আপনাদের যতো টাকা লাগবে আপনারা পাবেন আর আমাদের বিজ্ঞাপনটাও হয়ে যাবেদু-দলেরই পারপাস সার্ভ হলো আর কি! কিন্তু আরও অনেক দল থাকতে পারে, সে-কথা ভাববে কে? আরও দল বলতে, তাদের কথা বলছি, যারা সে-ঐতিহ্যবাহী বৈশাখকে নিজের সংস্কৃতির আদলে সাজাতে চায়যারা চায় মোরগের রং বাংলা লিঙ্কের কর্পোরেইট কালার যেনো না হয়ে যায়ড্রাগন যেনো ড্রাগনের রঙেই তৈরী করা হয়, সেটা যেনো ডোরাকাটা বাঘ না হয়ে যায়হালখাতার প্রচলন যেনো নির্দিষ্ট একটা ঘরানার ভিতর আটকে না যায়সে-দলগুলোর কথা বলছি যারা এ-দৌরাত্ম্য চায় না

এখন কথা হলো দৌরাত্ম্য চায় না কেনো? একটা অংশ তো এ-সংস্কৃতি মেনে নিয়েছেমৌবাইল কৌম্পানীগুলো যদি আমাদের শোক, উৎসব, আনন্দের দিনগুলো আনন্দময় করে তোলে, দিবসগুলো সম্পর্কে আমাদের জ্ঞান বাড়িয়ে তোলে, তাহলে সমস্যা কোথায়? কাজগুলো যদি সত্যিকার অর্থে করতে চাইতো বা করতো, তাহলে আসলেই সমস্যা ছিলো নাকিন্তু যখন মূল উদ্দেশ্য ব্যবসা, তখন নিয়ম বলে সেখানে চেতনাতে ঢেউ লাগানোটা কখনোই মূখ্য উদ্দেশ্য নাএমনকি গৌনও না, বরং এ-দিনগুলোকে ব্যবহার করে আমাদের আবেগের জায়গাগুলোকে নিয়ে ব্যবসা করাটাই লক্ষ্যযার কারণে এখন পোশাক কৌম্পানী, স্পন্সরড সঙ্গীত শিল্পী, মৌবাইল টেলিফৌন কৌম্পানীগুলো এখন বছর-জুড়েই বাজার চাঙ্গা রাখতে পারছেআর আমরা শিখছি কোনদিন কী কী করতে হবেআমরা নিয়ন্ত্রিত হচ্ছিকিন্তু সেটা এমনভাবে করা হচ্ছে যে, আমরা বুঝতেও পারছি না বেশিরভাগ সময়আর সে-শিক্ষার হাত ধরে আমরা ভাষা শহীদদের নাম বলতে হিমশিম খেলেও বাজারের আনকোরা সাদা-কালো পোশাক পরি, বৈশাখের সকালে সাদা-লাল শাড়ি পড়ি-পাঞ্জাবি পরিকিন্তু সাদা-লালই কেনো বৈশাখে পরবো সেটাও জানি না৩০০টাকা করে পান্তা-ইলিশ মাছ ভাজা খাবো, কিন্তু এটা কি বাঙালিয়ানা কি-না সেটা বুঝবো নাভেবে নিবো একটা দিন আমি অন্য সবার মতোই বিরিয়ানী খেলাম না, পান্তা খেলাম – আমরা সবাই বাঙালী

২০০৭ সালের বৈশাখে গ্রামীণ ফৌন-ডিজুস নিজেদের লোগো-সহ পোশাক তৈরী করে বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে বিতরণ করলোএকদল আগ্রহী যুবক সারাদিন সেটা পরে ঘুরে বেড়ানোয় গ্রামীণ ফৌনের কী উদ্দেশ্য হাসিল হচ্ছে, এটা নিয়ে আমরা এক-মুহূর্তের জন্য ভাবি নাভাবি না যে, আমরা নিজেরা পণ্য বিক্রির অংশ হয়ে যাচ্ছি এ-প্রক্রিয়ার মধ্য দিয়েবন্ধু-আড্ডা-গান, এরমধ্যে হারিয়ে যাও যারা বলে তারা আপনাকে সব-ধরনের দায়বদ্ধতার জায়গা থেকে উপড়ে ভাসমান করে তুলছেএটা আমাদের নিজেদেরকে বুঝে নিতে জানতে হবেতা না-হলে সামনের দিনগুলোতে আমরা ভুলেই যাব আসলে কেনো আমরা দিনগুলোকে স্মরণ করিএবং এ-কর্পোরেটওয়ালারা আমাদের সংস্কৃতি রক্ষার নামে মেরুদণ্ডের যে-কয়েকটি কশেরুকা অবশিষ্ট আছে, সেগুলোও গুড়িয়ে ফেলবেএ-অনুধাবনে একটা কথাই বলার আছেএ-যদি হয় সংস্কৃতি রক্ষার নমুনা, তাহলে যারা মনে করছেন যে, এ-সব করে তারা দ্বীনে দয়া করছেন তাদের উদ্দেশ্যে বলবো, ‘ভিক্ষা চাই না, কুত্তা সামলাও’

original source


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment