৩০ বন্ধুর ন্যায্যমূল্যের দোকানে ক্রেতার ভিড়

৩০ বন্ধুর ন্যায্যমূল্যের দোকানে ক্রেতার ভিড়

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
তাঁদের সবার মন-মানসিকতা প্রায় এক। কলেজশিক্ষক থেকে শুরু করে চিকিৎসক, প্রকৌশলী, ব্যাংকার, ঠিকাদার ও ব্যবসায়ী আছেন ওই দলে। সমমনের ওই ৩০ জনের গঠিত ‘সমমনা পরিষদ’ প্রতিদিনই আড্ডা জমায় কুমিল্লা শহরের কান্দিরপাড়ের নিউমার্কেটের সামনে। তাঁদের আলোচনায় দেশের বিভিন্ন সমস্যার পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টিও স্থান পায়। দ্রব্যমূল্যের কারণে মানুষের কষ্টের কথা ভেবে ব্যতিক্রমী কিছু করার সিদ্ধান্ত নেন তাঁরা।

গতকাল বৃহস্পতিবার ভোরের আলো ফুটতে না ফুটতেই সমমনা পরিষদের সদস্যরা চলে যান শহর থেকে ১২ কিলোমিটার দুরে নিমসার বাজারে। সেখান থেকে এক ট্রাক বেগুন, শসা, কাঁচামরিচ, ঝিঙা, লতি, বরবটি, আলু, পটল, করলা, লাউ, লেবু, চালকুমড়া ও কাঁকরোল নিয়ে আসেন। ১২ হাজার টাকার কাঁচা তরকারির পসরা সাজিয়ে তাঁরা কান্দিরপাড়ের টাউন হলে বসেন। গতকাল থেকেই আনুষ্ঠানিকভাবে চালু করেন ন্যায্যমূল্যের দোকান।

রমজান মাসে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এ দোকান। কেবল শাকসবজি নয়, সেখানে বিক্রি হচ্ছে ডিমও। বাজারে ডিমের হালি ২৭ টাকা হলেও ন্যায্যমূল্যের দোকানে তা ২৩ টাকা। গতকাল দোকান শুরুর পর থেকেই ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। আজ শুক্রবার থেকে সেখানে মাছও বিক্রি করা হবে।
সেখানে আসা ক্রেতা শহরের পুরাতন চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা নকিবুল্লাহ বলেন, ‘নিউমার্কেটে এক কেজি বেগুনের দাম ৬০ টাকা, অথচ সমমনা পরিষদের দোকানে মাত্র ৪৮ টাকা। খবরটা শুনেই কিনতে এলাম।’

সমমনা পরিষদের সদস্যরা জানান, প্রতিদিন সকালে পরিষদের সদস্য জি এম মোস্তফা শিপু, আরশাদ কামাল সানি ও জহিরুল কামাল নিমসার পাইকারি বাজারে গিয়ে টাটকা শাকসবজি কিনে আনবেন। তাঁরা কেবল ট্রাক ভাড়া ও এগুলো বিক্রির জন্য দুজন কর্মচারীর মজুরির টাকাটা খরচ হিসেবে নেবেন।
সমমনা পরিষদের সভাপতি কুমিল্লার লাকসাম নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক কায়সার আহমেদ বলেন, ‘সিন্ডিকেট করে বাজারদর বাড়ানোর প্রতিবাদে আমরা ৩০ জন সমমনা বন্ধু কাঁচাবাজার বসিয়েছি। এতে ক্রেতারা ন্যায্যমূল্যে কাঁচা তরকারি কিনতে পারবে।’

original source


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment