যুদ্ধাপরাধীরা প্রচলিত আইনেই অপরাধী তাদের বিচার করতেই হবে : ড. কামাল

যুদ্ধাপরাধীরা প্রচলিত আইনেই অপরাধী তাদের বিচার করতেই হবে : ড. কামাল

শামছুদ্দীন আহমেদ: গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার দাবি নতুন কোনও বিষয় নয়। শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবরে দেশপ্রেমিক মানুষ যতদিন শ্রদ্ধা জানাবে ততদিনই যুদ্ধাপরাধীদের ধিক্কার জানানো হবে। কেননা পাকহানাদার বাহিনীর দোসর হিসেবে কাজ করে যুদ্ধাপরাধীরা অসংখ্য মা-বোনকে ধর্ষণ করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে। সুতরাং প্রচলিত আইনেই যুদ্ধাপরাধীরা অপরাধী। মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে তাদের বিচার করতেই হবে। এনিয়ে কোনও বিভাজন থাকা উচিত নয়। এবারের বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে সবাইকে এ শপথ নেয়ার আহ্বান জানান তিনি।

মহান বিজয়ের মাসের প্রথমদিনে হৃদম কালচারাল সোসাইটির উদ্যোগে গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘বীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলা ২০০৭’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ড. কামাল বলেন, শহীদরা জীবন দিয়ে নিজেদের দায়িত্ব পালন করেছেন। তাদের স্বপ্ন বাস্তবে রূপান্তরের গুরুদায়িত্ব দিয়ে গেছেন আমাদের ওপর। জাতীয় ঐক্যের ভিত্তিতে সে দায়িত্ব পালন করতে হবে। ঐক্যবদ্ধভাবে সেদিন যেভাবে দেশ স্বাধীন করেছি, একই চেতনায় আজ সিডর দুর্গতদের পাশে দাঁড়াতে হবে। সারাদেশের মানুষকে সঙ্গে নিয়ে দুর্যোগ মোকাবিলা করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, অন্তর থেকে মানুষ যখন জীবন উৎসর্গ করে তখন কোনও কিছুই অসম্ভব থাকে না। এটাই ইতিহাসের গৌরবোজ্জ্বল শিক্ষা। সুতরাং ঐক্যবদ্ধভাবে এখন মুক্তিযোদ্ধাদের আকাক্সিক্ষত বাংলাদেশ গড়াও অসম্ভব হতে পারে না। এজন্য দরকার জাতীয় উদ্যোগের। ঐক্যের মধ্য দিয়ে ’৭১ এ যে বিজয় অর্জন করেছি সেই ঐক্যের ভিত্তিতেই এখন দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে পৌঁছুতে হবে। মেজর (অব.) আফসারির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট মুক্ত

িযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীরপ্রতীক উপস্থিত ছিলেন।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment