সুধীজন, আমার বাবাকে ক্ষমা করবেন

সুধীজন, আমার বাবাকে ক্ষমা করবেন

“সুধীজন, আমার বাবাকে ক্ষমা করবেন” – একটি কবিতা অভিভাষন -একটি অভিপ্রায় – একটি ব্যাকুলতার প্রকাশ। এই অভিব্যাক্তির ভিতর দিয়ে ব্যপ্ত হয়েছে সমগ্র জনসাধারণের প্রত্যাশার অনুরণন।

অভিনয়: মৌসুমী মার্টিন
একজন বহুমাত্রিক অভিনেত্রী। আশি দশক থেকেই বাংলাদেশে মঞ্চ এবং টেলিভিশন নাটকে তাঁর উপস্থিতি এখনও নাট্যপ্রেমী দর্শকের মনে জায়গা করে আছে । অস্ট্রেলিয়ায় বেশ কয়েকটি মঞ্চ নাটকে অভিনয় করেছেন। ভালো নাটকে অভিনয় করার জন্য এখনো তাঁর মন কাঁদে।

রচনা, নির্দেশনা ও আলোক প্রক্ষেপন: জন মার্টিন
মনোবিজ্ঞান তাঁর পেশা হলেও তিনি একজন নাট্যকার, অভিনেতা, নাট্য পরিচালক এবং সাংস্কৃতিক কর্মী হিসেবে সর্বাধিক পরিচিত। মঞ্চ নাটকের সাথে জড়িত সেই আশি দশক থেকেই। সাপ্তাহিক বিচিন্তা তাঁকে শ্রেষ্ঠ মঞ্চ অভিনেতা নির্বাচিত করেছিল ১৯৯১ সালে।

ভিডিওগ্রাফি, আবহ-সঙ্গীত ও শব্দ সংযোজনা এবং সম্পাদনা: জিয়া আহমেদ
মঞ্চ, রেডিও এবং টেলিভিশনের সাথে জড়িত সেই ষাট দশক থেকে। স্থাপত্যকলা পেশার পাশাপাশি এখনো বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত। শখের বশে হলেও চলচ্চিত্রে তাঁর এখন নেশা।

গ্রাফিক ডিজাইন: রনি ডি রোজারিও
শিল্প-সংস্কৃতি অংগনে তাঁর বিচরণ সেই ছোটবেলা থেকেই। গ্রাফিক ডিজাইনে তাঁর জুড়ি মেলা ভার।

সামগ্রিক তত্ত্বাবধান এবং ব্যবস্থাপনায়: মলি আহমেদ
সাহিত্য, সংস্কৃতি এবং শিল্প অনুরাগী।এই অংগনে তাঁর পদচারণা বহুদিনের। অভিজ্ঞতায় পরিপূর্ণ। এর বাইরেও ব্যবস্থাপনা এবং তত্ত্বাবধানে তাঁর পারদর্শিতা অপরিসীম।


Place your ads here!

Related Articles

কিছু কথা কিছু কবিতা

পরিবেশন করছি কুড়ি রেডিও এফ এম ৯৩.৭ দ্বারা সম্প্রচারিত এই অনুষ্ঠানটি (বিশিষ্ট কিছু শ্রোতা বন্ধুদের আনুরোধে যাহাদের উক্ত সম্প্রচার শোনা

Must listen Audio Album 'Maa Amar maa' by M Murshed Haider (Anjohn)

Click play button to start. Must listen M. Murshed Haider Anjohn’s audio album ‘Ma Amar Ma’ now available for download

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment