Music Album by Mustarin Shuvra Video

Music Album by Mustarin Shuvra  Video

গানের সঙ্গেই থাকতে চাই

সুদূর সিডনিতে বসেও বাংলা গানকে হৃদয়ে লালন করেন শুভ্রা মুস্তারিন। প্রবাসে ব্যক্তিগত কাজে ডুবে থেকে সামান্য ফুরসত মিললেই গানচর্চায় বসে পড়েন তিনি। শুভ্রার গানের প্রতি আগ্রহ ছোটবেলা থেকেই। যেকোনো গান একবার শুনে সঙ্গে সঙ্গে গুনগুন করে গেয়ে ফেলতেন। গানের প্রতি তাঁর এই অনুরাগ দেখে পরিবারের সবাই উৎসাহ জোগাত তাঁকে। নিজের ইচ্ছা আর মা-বাবার উৎসাহে একসময় শিল্পী হওয়ার বাসনা জাগে মনে। গৎবাঁধা গানের বাইরে কিছুটা ভিন্ন ধারার কথা ও সুরের গান গাইতে ভালোবাসেন শুভ্রা। নিজেকে তৈরিও করেছেন সেভাবেই। সিডনি থেকে দেশে ফিরে নিজের অ্যালবামের কাজে হাত দেন তিনি। শুভ্রা বলেন, ‘ইচ্ছা করে শুধু গানকে সঙ্গী করেই জীবনটা কাটিয়ে দিই। জীবনের স্বপ্নগুলোকে সাজাই সংগীতের নানা রূপ-মাধুরীতে। যত দিন বেঁচে থাকব গানের সঙ্গেই থাকতে চাই।’ সাগর সেনের কথা ও সুরে, বাপ্পা মজুমদারের সংগীতায়োজনে একটি অ্যালবামও তৈরি করেন। সম্প্রতি অগি্নবীণা থেকে প্রকাশ পেয়েছে গানের প্রথম একক অ্যালবাম ‘গাহন’। অ্যালবামে আটটি গান রাখা হয়েছে। গানগুলোর শিরোনাম ‘পাঁজরে’, ‘যায় চলে যায়’, ‘আষাঢ়ের বেলী’, ‘আমার বাড়ি’, ‘এই হাওয়া’, ‘নীল নীল নীলচে আকাশ’, ‘দুনিয়া ঘুরে’ ও ‘আশাবাদ-৮৮’। অ্যালবামে কবি জসীমউদ্দীন ও কবি নির্মলেন্দু গুণের লেখা দুটি গানও রয়েছে।

http://www.shapludu.com/gahon.htm

http://www.dailykalerkantho.com/index.php?view=details&archiev=yes&arch_date=09-12-2010&type=gold&data=Jobs&pub_no=364&cat_id=3&menu_id=78&news_type_id=1&index=13

pdf/2010/82572_music_album__624110490.pdf ( B) 


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment