বাংলাদেশী ইসরাতের কানাডায় ধর্মবিশ্বাস নিয়ে শিশু ও যুব সেবার উপর গবেষনা ও কৃতিত্ব

বাংলাদেশী ইসরাতের কানাডায় ধর্মবিশ্বাস নিয়ে শিশু ও যুব সেবার উপর গবেষনা ও কৃতিত্ব

এডমন্টন, আলবার্টা (কানাডা) নবেম্বর ২৬ঃ কানাডার ইউনিভার্সিটি অব ম্যাকইউন এর ইয়থ এন্ড চাইল্ড কেয়ার ডিপার্টম্যান্টের স্নাতক চুড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের গবেষণা প্রসঙ্গের উপর একটি দৃষ্টিনন্দন প্রদর্শনী অনুষ্ঠিত হয়। যাতে বাংলাদেশী ইসরাত জাহান কানাডায় ধর্মবিশ্বাস নিয়ে শিশু ও যুব সেবার উপর জীবন ভিত্তিক একটি প্রসঙ্গ উপত্থাপন করে প্রশংসিত হন।

ইসরাত জাহান কানাডার একটি প্রসিদ্ধ শিশু ও যুবসেবা প্রতিষ্ঠানে ছয় বছর কাজের অভিজ্ঞতা নিয়ে বর্তমানে ইউনিভার্সিটির ডিগ্রী প্রত্যাশী। বর্তমান বৈশ্বিক প্রক্ষাপটে সময় ও যুগ উপযোগি একটি একক গবেষণার বিষয় ছিলো তার। অন্যরা দলগতভাবে তাদের গবেষণাগুলো সম্পন্ন করেছে।

ইসরাতের গবেষনার ফলাফলে বের হয়ে এসেছে সচেতনতার অভাব, সচেতন অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং নেতিবাচক ভাবে মূল্যায়ন করা হচ্ছে মর্মে ভয়ের বিষয়গুলো।

অন্যান্য উল্লেখযোগ্য প্রদর্শিত গবেষনার বিষয়গুলোর মধ্যেছিলো ওয়েষ্টার্ন কালচারের নিয়মিত উপাদানগুলো যেমনঃ প্রযুক্তির এ যুগে ডিজিটাল লাইন নিয়ে আপোষ, একজনের কর্মজীবনে টাটু বা উল্কির প্রভাব অন্বেষন, বিবাহের ফাক, সৌন্দর্যই সবচেয়ে ভাল, সামাজিক মাধ্যমকে বিদায় এবং শিশু ও যুব সেবায় নৈতিকতা ইত্যাদি প্রসঙ্গ।

ইসরাত সম্প্রতি ব্যতিক্রমী একাডেমিক কৃতিত্বের জন্য জ্যাসন ল্যাঙ্গ স্কলারশীপ লাভ করে এবং প্রাদেশিক সরকারের প্রিমিয়ার সন্মানিত ডেভ হ্যানক্কক, কিউসি তাকে একটি স্বীকৃতিপত্র ও প্রদান করেন।

প্রতিবেদকঃ সাইফুর হাসান

আরো তথ্য জানতে দয়া করে যোগাযোগ করুনঃ বিপিসিএ ফোনঃ (৭৮০) ২০০-১৬১২


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment