Writers three nagorik shangbadikota 2011

Writers three nagorik shangbadikota 2011

‘রাইটসথ্রি নাগরিক সাংবাদিকতা ২০১১’ প্রতিযোগিতায় প্রথম পুরষ্কার পেলেন সাংবাদিক এস এম নাজমুল হক ইমন

৭ জুলাই ঢাকার আগারগাঁও-এ অবস্থিত আইডিবি ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত নিউ মিডিয়া প্লাটর্ফম রাইটসথ্রি, ডি’নেট এর সহযোগিতায় ‘নিউ মিডিয়া ও নাগরিক সাংবাদিকতা’ বিষয়ক এক কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে রাইটসথ্রি নাগরিক সাংবাদিকতা প্রতিযোগিতা ২০১১’ বিজয়ীদের মাঝে পুরষ্কারও বিতরন করা হয়।
অনলাইন ভিত্তিক নাগরিক ক্ষেত্র সাংবাদিকতা রাইটসথ্রি এর প্রতিযোগিতায় প্রথম পুরষ্কার বিজয়ী তরুন সাংবাদিক এস এম নাজমুল হক ইমন। সার্টিফিকেট, ক্রেস্ট এবং বিজয়ী সম্মাননা টাকার চেক তার হতে তুলে দেন রাইটসথ্রি সিইও এসএম আশ্রাফ আবির। এছাড়া সৌরভ, গাজি মুনসুর আজিজ, বিপাশসহ বেশ কয়েকজনেরও পুরষ্কারপান রাইটসথ্রি নাগরিক সাংবাদিকতায়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গুণিজন ডট কমের উর্মি লোহানী, ডি নেট এর নিবার্হী পরিচালক অনন্য রায়হান, একাত্তর টেলিভিশনের আউটপুট হেড সাংবাদিক শাকিল আহমেদসহ আরো অনেক সাংবাদিকবৃন্দ।
অনলাইন সাংবাদিকতার মাধ্যম হিসেবে গড়া ওঠা এই ওয়েব পোর্টালটি দেশের যেকোনে স্থান থেকে লেখা পোস্ট করা যায়। রাইটসথ্রি কিছু দিন পর পর প্রতিযোগিতার আয়োজন করে থাকে। ডিজিটাল সাংবাদিকতার অংশ হিসেবে যে কোনো মোবাইল অ্যাপ্লিকেশন ডাউন লোড করে তৎক্ষনাৎ মোবাইল ফুটেজও আপলোড করা যায় এই ওয়েবে।
অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম রাইটসথ্রিতে লেখা পোস্ট এর মাধ্যমে তার লেখা বিচারদের দৃষ্টি আকর্ষন করেন। শত শত সাংবাদিকদের মধ্য থেকে তার ফিচারই সেরা হিসেবে বিবেচিত হয় এবং ফেব্রুয়ারীতে প্রথম বিজয়ী হিসেবে তার নাম প্রকাশও করা হয় রাইটসথ্রি এর ওয়েব সাইটে।
নারী বিষয়ক ‘কাঁদা মাখা গায়ে স্বপ্ন দেখে সবিতা পাল’ শিরোনামের ফিচার লিখে তিনি এ পুরষ্কার পান। এস এম নাজমুল হক ইমনের বাড়ি বগুড়া জেলা সান্তাহার পৌর এলাকায়। বাবা ডাঃ এস এম শফি উদ্দিন পেশায় চিকিৎসক, মা এস এম ফেরদৌসী বেগম গৃহিনী। দুই ভাই এক মধ্যে মধ্যে তিনিই সবার ছোট। বর্তমানে ঢাকাতে সাংবাদিকতা পেশার পাশাপাশি উচ্চ শিক্ষার লেখাপড়া চালিয়ে যাচ্ছে।
ছোট্ট বেলা থেকেই তিনি নানান পত্রপত্রিকায় লেখালেখির সঙ্গে জড়িত। নানা ধরনের লেখার সঙ্গে জড়িত সাংবাদিক এস এম নাজমুল হক ইমন বর্তমানে একটি দৈনিক মানবকন্ঠ পত্রিকায় ফিচার বিভাগে কাজ করছেন। পাশাপাশি তিনি একটি প্রাইভেট টেলিভিশনের কয়েকটি অনুষ্ঠানের স্ক্রিপ্ট লেখার কাজও করেন। সম্প্রতি তার কয়েকটি লেখা নাটক শ্যুটিংও হয়েছে। এছাড়া বেশ কিছু নাটক লেখার কাজও করছেন তিনি।

2012/pdf/Press_reless_Emon_259849854.pdf ( B) 


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment