Bangla Kalam Er Jonno Lekha Ahban

Bangla Kalam Er Jonno Lekha Ahban

‘বাংলা কলম’ এর জন্য লেখা আহবান

একুশে বই মেলা উপলক্ষে সাহিত্য বিষয়ক ‘বাংলা কলম’ নামে একটি ম্যাগাজিন প্রকাশের প্রস্তুতি নেয়া হয়েছে। আশা করবো আপনি আপনার প্রিয় একটি ছড়া, কবিতা, গান, গল্প, প্রবন্ধ বা নিবন্ধ দিয়ে আমাদেরকে সাহার্য করবেন।
আশা করা যায়, ম্যাগাজিনটি দেশে বিদেশে প্রচার পাবে। কারণ, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট বাঙ্গালী লেখকদের লেখা পাব বলে আশা করছি। ইতিমধ্যে অনেকের লেখা আমাদের হস্তগত হয়েছে। বিখ্যাত লেখক আবদুল গাফ্ফার চৌধুরী সাহেবও এই ম্যাগাজিনে লিখবেন।
লেখার সাথে আপনি এক কপি ছবি এবং সংক্ষিপ্ত পরিচিতি দেবেন, আমরা ম্যাগাজিনে তা প্রকাশ করবো।
প্রতিশ্রুতি দিতে চাই যে, প্রকাশের পর আমরা লেখকের কাছে সৌজন্য কপি পাঠাবো।
আনন্দের সাথে ঘোষণা করছি যে, নামটি আমরা রেজিট্রেশন পেয়েছি। তাই ‘বাংলা কলম’ প্রতি মাসে প্রিন্ট করার জন্য সব ধরণের প্রস্তুতি নেয়া হচ্ছে।
এবং প্রকাশনাটি প্রতি সপ্তাহে ইন্টারনেটে আপডেট করা হবে।

বিনীত,
অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী
সম্পাদক-বাংলা কলম।
13 Stanbridge Place, Winchmore Hill
London, N21 3LX, UK
banglaqalam@gmail.com
Web: www.banglaqalam.com

pdf/2010/bangla_kalam_986328208.pdf ( B) 


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment