Long waited interview with Catherine Masud

Long waited interview with Catherine Masud

তানভীর তারেকের মিডিয়া গসিপে : ক্যাথরিন মাসুদ

প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ সর্বশেষ টিভি সাক্ষাৎকার দিয়েছিলেন তানভীর তারেকের সেলিব্রিটি শো ‘মিডিয়া গসিপ’ অনুষ্ঠানে। সেই একই চেয়ারে একই অনুষ্ঠানে এবারে স্বামী তারেক মাসুদকে স্মরন ও তার কাজের পরিকল্পনা বাস্তবায়ন, একুশে পদক প্রাপ্তি নিয়ে কথা বললেন গুনী চলচ্চিত্র নির্মাতা ক্যাথরিন মাসুদ। আবেগ তাড়িত হয়ে বললেন,‘এখন আর আমি বেশী দূর ভাবতে পারি না।’

উল্লেখ্য, তারেক মাসুদের মরোনত্তর একুশে পদক প্রাপ্তির পর তার স্ত্রী এই প্রথম কোন টিভি শো’র ইন্টারভিউতে বললেন নিজের কথা।’

সাথে ছিলেন তারেক মাসুদের সহকারী পরিচালক প্রসূন রহমান। মিডিয়া গসিপের আলাপচারিতায় উঠে এলো তারেক মাসুদের প্রথম গ্রন্থ ‘চলচ্চিত্রযাত্রা’ এবং তার আগামী গ্রন্থের প্রকাশ নিয়ে। এছাড়া ক্যাথরিন মাসুদ বললেন আগামী বছরের ভেতরেই তিনি তারেক মাসুদের অসমাপ্ত কাজ গুলো শেষ করবেন। এছাড়া সবার কৌতুহলের সেই ‘কাগজের ফুল’ চলচ্চিত্র নিয়ে তার স্বপ্নযাত্রার কথাও তিনি বললেন। মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় হারানো গুনী মানুষের এই ক্ষত সারাদেশ বাসীর। আর সহধর্মিনীর ক্ষত স্মৃতি কত বেদনা মাখা তা বলার অপেক্ষা রাখে না।

মিডিয়া গসিপের এটি ৯৫ তম পর্ব। এবারে পর্ব নিয়ে অনুষ্ঠানের সঞ্চালক তানভীর তারেক বলেন,‘আমার কাছে মনে হয়, মিডিয়া গসিপ এখন একটা অনুষ্ঠানের চেয়েও বেশী কিছু। এটা মোটেও গর্ব করে বলা নয়। কারন এখন আমাদের অনুষ্ঠানের ইমেইল বক্সে প্রতিদিন যে পরিমান নিউজ ও কমেন্ট পাই তা থেকেই বুঝতে পারি এর গ্রহন যোগ্যতা কতটা। মিডিয়ায় নিত্য নতুন মেয়েরা যে প্রতারিত হচ্ছে, মিডিয়া গসিপ তাদের কাছে একরকম একটা প্লাটফর্মের মতো। তারেক মাসুদ ভাই ব্যক্তি জীবনে আমাকে খুব øেহ করতেন। বিনোদন সাংবাদিকতা আমার গান নিয়ে অনেক দিক নির্দেশনা দিতেন। সেদিক দিয়েই ক্যাথরিন মাসুদকে সেই একই চেয়ারে বসে ইন্টারভিউ নেয়াটা আমার কাছে অন্য এক অভিজ্ঞতার জš§ দিয়েছে। কারন পুরো অনুষ্ঠানেই আমরা তিনজনই খুব আবেগতাড়িত হয়ে পড়েছিলাম। এই পর্বটি মিডিয়া গসিপ দর্শকদের জন্য আরো একটি স্মরনীয় পর্ব হবে বলে আমি মনে করি।’

অনুষ্ঠান শেষে তারেক মাসুদকে নিয়ে স্মৃতিচারণ করতে বললে ক্যাথরিন বলেন,‘ওর সাথে আমার সবকিছু সুখ স্মৃতি। এভাবে আমি বেছে বলতে পারবো না। নতুনরা যারা আসছে চলচ্চিত্র নির্মানে, ওরা তারেকের ভাবনাকে বিস্তৃত করবে এটুকুই প্রত্যাশা। ’

তানভীর তারেকের গ্রন্থনা ও উপস্থাপনায় ইসরাফিল শাহিনের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে আগামীকাল (3 March 2012) রাত ১০টা ১০ মিনিটে একুশে টেলিভিশনে।

2012/pdf/tanvir_553088098.pdf ( B) 


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment