বিষণ্ণ শহরের পথে
এ শহরে আমার কোনো বন্ধু নেই!
অবশ্য এ নিয়ে আমার কোনো আক্ষেপ, অনুযোগ, উৎকণ্ঠা নেই।
বন্ধুহীন শহরের রাস্তায় আমি যে দীর্ঘশ্বাস নিয়ে হাঁটি,
তা বন্ধুহীনতার নয়, নয় একাকীত্বের।
কেবল একরাশ ক্লান্তির!
এ শহরে ক্লান্তি মুছবার মত আমার কোনো গামছা নেই।
আমি ফুটপাতে দাঁড়িয়ে নতুন গামছা দেখি।
এ শহরে আমরা প্রত্যেকেই তো একেকটা দীর্ঘশ্বাস বয়ে বেড়াই।
এ শহরে প্রত্যেকের মন একেকটা সাদা থান পরে আছে।
বিধবা মন নিয়ে সাংসারিক দম্পতি যাপন করছে দিনরাত।
এর চেয়ে নৃশংস নয় আমার বন্ধুহীনতা।
আমি আমার অবসাদ ফেরি করি না কারো দুয়ারে।
যে শহরে সকালের রোদেরা অভিশপ্ত,
হাড়ের সন্ধিতে জমাট ব্যথার মত অসহ্য জীপন যাপন,
সেখানে আমার দুঃখের কথা বলে আমি কার বুক ভারী করব?
Related Articles
তোমারে ভুলিতে ভুলিতে
তোমারে ভুলিতে ভুলিতে ভুলে যাব পিছুটান তবুও শোনাবো হৃদয়ের সব গান সুর যদি নাই আসে, ছন্দ নাই কাশে আসবো কেশেবেশে
শারদপ্রাতে পূজোর সানাই বাজে
শিউলি টগর বেলি বকুল সকলি ফুটেছে আমার বাড়ি আঙিনায়, কচি সবুজ ধানের খেতে প্রভাতে ভোরের হাওয়া দোলা দিয়ে যায়।
Poem: For God Sake…
For god sake Let the birds fly above, For god sake Let the timid speakup, For god sake Let joy