হ্যালো ব্রাদার
হ্যালো ব্রাদার
আমি আমার এই জীবন্ত পৃথিবীতে মাথা নোয়াতে এসেছি
কৃতজ্ঞতা জানাতে এসেছি এই প্রকৃতির মানবের অংশদারিত্বে
এসেছি শ্রষ্টাকে সেজদায় রেখে তার এই অপূর্ব সৃষ্টির গুণগানে ;
তোমার উপর শান্তি বর্ষিত হউক!
হ্যালো ব্রাদার
আমার বুকের দিকে তেড়ে আসা তোমার এক ঝাঁক বুলেট ও,
আমার ঝাঁজরা হয়ে যাওয়া বুকের রক্তে কেন জানি
তোমার জন্যে কোনো ঘৃণা এখনো খুঁজে পায়নি;
তোমার উপর শান্তি বর্ষিত হউক!
হ্যালো ব্রাদার
আমি তখনও নামাজে দাঁড়িয়ে, তোমার মুহুর্মুহ গুলির শব্দ
পারেনি আমাকে, তোমার জন্যে প্রার্থনা থেকে সরিয়ে নিতে!
আমি চাইনি অন্ধকারকে জয়ী করে, পরাজিত করতে তোমায়
দেখো তোমার বুলেটের আঘাতে যে রক্ত – তার রংটা কেমন;
তোমার উপর শান্তি বর্ষিত হউক!
হ্যালো ব্রাদার
আমার বুকের ভিতরে আমার বাচ্চাটাকে খুব করে
আঁকড়ে ধরে আছি – সে যেন তোমাকে বা তোমার বুলেটকে
দেখতে না পায়! চোখের ঘৃণা বা মনের অন্ধকার
আমি চাইনি তোমার জন্যে সে কোনো ঘৃণা খুঁজে পাক;
তোমার উপর শান্তি বর্ষিত হউক!
হ্যালো ব্রাদার
আমিই সেই ভাই যে তোমাকে নিবৃত করার চেষ্টা করেছি
ঝাঁপিয়ে পড়েছিলাম তোমার অন্ধকারের উপর, আলোকিত করতে
তোমার অন্ধকারে আলো জ্বালাতে, আলোটা তোমার চোখে ছড়িয়ে দিতে
চাইনি ওই অন্ধকারে তুমি থাকো, গিলে খাক ওই অন্ধকার আজীবন তোমায়;
তোমার উপর শান্তি বর্ষিত হউক!
হ্যালো ব্রাদার
তোমার অজস্র গুলির আঘাতেই মুখ থুবড়ে পড়ে আছি আমি
আমার মৃত্যুতে আমার মুখায়বে তোমার মায়ের ছবি ফুটে উঠেছিল
জানি তোমার মনের সেই গভীর অন্ধকারও সে ছবি নিতে পারতো না
শুধরানোর আগে, আমি চাইনি তুমি আত্ম হন্তারক হও;
তোমার উপর শান্তি বর্ষিত হউক!
হ্যালো ব্রাদার
জুম্মা মোবারক!
ক্যানবেরা
১৮/৩/২০১৯
Related Articles
শত্র“
সময়ের কাছে ভালোবাসা হেরে ব্যর্থ হলো প্রণয়তোমার অপ্রেমে ভালোবাসা জন্ম লয়আমি জানি না অত সবজানি শুধু তাজমহলে কৃত্রিম প্রেম চলছে অনর্গলযুবক-যুবতী
নির্জন পথে আঁধার নামে
নির্জন পথে আঁধার নামে লক্ষ্মণ ভাণ্ডারী নদীর কূলে পড়ে আসে বেলা চাষীরে ফেরে ঘরে, দূরে দূরে গ্রামে জ্বলে উঠে
অমর একুশে – আহমেদ সাবের
জহির রায়হানকে নিবেদিত। তার অমর উপন্যাস, আরেক ফাগুন অনেক বছর আগে পড়া – ঘটনা মনে নেই। শুধু শেষ লাইনটা মনে