আমার প্রিয় শহর

আমার প্রিয় শহর

জমে গেছি !

এখন আর আকাশ দেখি না
এখন আর পাখি দেখি না
না চাঁদ, না জোঁনাকি, না তাঁরা ভরা রাত
দেখি না – দেখা হয় না
দেখা হয়ে উঠে না – নোংরা আবর্জনার আচ্ছাদিত এই শহর আমার।

শুনেছি পরিমণ্ডল, পরিবেশ – সেই আগের পৃথিবী নেই আর
শুনেছি ওরা এখন দাঁপিয়ে বেড়ায় কৃষ্ণ গহ্বর বুকে নিয়ে – বুক উঁচিয়ে
ওদের পকেট বন্ধি থাকে চাঁদ, সূর্য, তাঁরা, পৃথিবীর যত সৌন্দর্য
আমাদের শ্রেষ্ঠ কবিদের যত স্বপ্ন আর প্রার্থনা

শুনেছি বণিকেরা এখন লিখে
লিখে যায় সময় চিহ্ন – সংস্কৃতির সাতকাহন
শুনেছি লেখকেরা এখন বণিকদের লেখা পড়ে মুগ্ধ হয়
এ ভাবেই লেখক বণিকদের সময় কাটে এই শহরে!
মাঝখানে বসে সারমেয় লুব্ধক’রা চোঁখে চোখ রেখে
গণিকা’রা চোঁখ টিপে যায় অহরহ – কামুক হাসি হাসে !

আমি ভয় পেয়ে যাই – এই প্রিয় শহরের নিকষ অন্ধকারে।

দিনের বেলাতেও – সারা শরীর ঢেকে রাখি – রাখতে হয়
হীম শীতল বাতাস শানিত ছুরি’র মত
চামড়া ভেদ করে ছুঁয়ে যায় সংবেদনশীল স্নায়ুগুলো !
কখনো সখনো একটু আধটু কেঁপে উঠি – আবার জমে যাই

হে কালের মহা কবি, আমার এই কবিতা – তোমার জন্যেই লেখা।
তোমাতেই আমি দেখি রবি ঠাকুর’কে
তোমাতেই আমি দেখি নজরুল কিংবা জীবনানন্দ
কিংবা কবিদের স্বপ্ন ভরা এক বঙ্গবন্ধু!

সেই যে বলেছিলাম – কখনো সখনো একটু আধটু কেঁপে উঠি
সে সময়ই এই লেখাটি লিখেছি তোমার জন্যে;
বুকের ভেতরকার কলম মানুষটা বের করে নিয়ে আসার
এখনই শ্রেষ্ঠ সময় – বন্দী বিবেক, জীবিত থাকে না মানুষ আর!

জাগ্রত হও – হে আমার বিবেক, হে আমার মহা কবি
এখনই শ্রেষ্ঠ সময়, আমার এই প্রিয় শহরকে বাঁচানোর!

সাহাদাত মানিক
ক্যানবেরা
২০/০৬/২০১৮

Shahadat Manik

Shahadat Manik

Writer, poet, lyricist and social activist.


Place your ads here!

Related Articles

Poems by Harun Azad

ঘরের মানুষ ঘর খোঁজে ঘরের মানুষ ঘর খুঁজে আমি খুঁজি তারে ,তারেই আমি ভালবাসি ,একবার দেখেছি যারে !আমার মত সাজিয়ে

বিসর্জ্জনে ঘুম

তিনশো চৌষট্টিতম ঘুম বিসর্জ্জনের রাতেও তুমি এলে,মস্তিষ্কের শিরায় শিরায় জানান দিয়ে! ঠিক তিনশো চৌষট্টি দিন, ছেড়ে দিলাম তোমায় কিনবা উল্টো

তুমি চলে যাও

কবিতাকে বল্লাম প্রিয়া, এ কোন পাষণ্ড তোমার ভিটা মাটি ছাইয়ের সাথে মিশিয়ে দিয়েছে? ঘরে আগুন দিয়ে তোমার শাড়ী ব্লাউস খুলে

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment