অপেক্ষা আর অন্ধপ্রেম
অপেক্ষা আর অন্ধপ্রেম
হাঁটি হাত ধরে
তোমার একটামাত্র শব্দ “ভালো লেগেছে “
অনেক গুলো শব্দের দিকে ঠেলে দিলো
ভাঙ্গলো ইনবক্সের নিরবতা!
বার বার দেখছি পরের লাইনের ফাঁক টুকু
অনেক শব্দে লিখে দিতে পারতে
নিরুদ্বেগ মেঘের গায়ে একটা কবিতা নয়ত একটি গান
কেন লিখলে না
ইনবক্সে ঝুলে পড়া ঠোঁটে উচ্চারণের শব্দ কতক
তবুও দিয়েছি ফিরতি ভালোলাগা
লাইকের আঙ্গুলে বকুলের গন্ধ মিশিয়ে
জানি বয়ে গেছে অনুভবের নদী তোমার
তারপর তুমি ও আমি
তাকিয়ে থেকেছি কিছুক্ষণ জনা দুই নি:সঙ্গ
ইনবক্সের এপারে – ওপারে।
Najmin Mortuza
দার্শনিক বোধ তাড়িত সময় সচেতন নিষ্ঠাবান কবি। চলমান বাস্তবতাকে ইতিহাস-ঐতিহ্যের পরম্পরায় জারিত করে তিনি কাব্য রূপান্তরে অভ্যস্ত। কাব্য রচনার পাশাপাশি ক্ষেত্রসমীক্ষাধর্মী মৌলিক গবেষণা ও কথাসাহিত্য সাধনায় তাঁর নিবেদন উল্লেখ করার মতো। গবেষণাকর্মের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি থেকে প্রকাশিত ফোকলোর ও লিখিত সাহিত্যঃ জারিগানের আসরে "বিষাদ-সিন্ধু" আত্তীকরণ ও পরিবেশন পদ্ধতি শীর্ষক গ্রন্থের জন্য সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১২ অর্জন করেছেন।
Related Articles
আবেদ চৌধুরীর দুটি কবিতা: 'মৃত্যু ও জন্মান্তর' এবং 'অন্য কারো মন'
১ মৃত্যু ও জন্মান্তর আবেদ চৌধুরী শরীর বিদেহী হয় অতিকায় আত্মার দেহ প্রান্তরের দীর্ঘ ছায়া এক গাঙচিল যে জীবন দেখে
অজ্ঞাতনামা
সচরাচর যা হয় মৃত মানুষের চারপাশ থেকে কিছুটা হলেও কান্নার শব্দ শোনা যায় কিছু মৃতের জন্য বিলাপ করা কান্নার রোল
In The Pitch of Darkness
In the pitch darkness all you can do is sit stilltill you get used to the dark. Sit their till