Kobita: Jibon hin beche thaka
Print this article
Font size -16+
জীবনহীন বেচে থাকা
কষ্টটা দিন দিন বেড়েই চলেছে
কষ্টের ক্ষতটা এখন অনেক বড়
কোনভাবেই তা মেরামত করবার না.
যখন কষ্টটা প্রথম টের পেলাম
দেখলাম রংটা তার উজ্জল হলুদ
যেন জ্বল জ্বলে সূর্য.
এখন অনেক দিন হলো
রংটা ঝলসে গেছে,
আবছা হয়ে গেছে তার জ্যোতি-
পুরে মুরে হয়েছে রংহীন ফসিল.
যখন প্রথম কষ্টটার আওয়াজ শুনলাম
পেলাম তার মৃদু বেদনা.
এখন অনেক দিন হলো
বেদনাটা হুঙ্কারে রূপ নিয়েছে
ভেঙ্গে ফেলেছে আত্মার পেন্ডুলাম.
যখন কষ্টটার প্রথম গন্ধ পেলাম
ভেবেছিলাম দখিনা বাতাস একে
তাড়িয়ে দূরে নিয়ে যাবে.
এখন অনেক দিন হলো
কষ্টটার দুর্গন্ধ নারী ভুরি উগরে দিয়েছে
দুষিত করেছে চার পার্শের
নিশ্বাস প্রশ্বাস.
কষ্টটা জীবন কেড়ে নেয়নি
এ যেন মরেও বেচে থাকা
এক জীবনহীন বেচে থাকা I
very nice poem