দলাদলির খেলা
আড়ালে নিন্দা না করতে পারলে
কেউ তাদের নেয় না কোনো দলে!
ভেবো না তা বলে বেঁচে যায় তারা
দলাদলির স্বীকার প্রথমেই হয় তারা!
শক্তি প্রদর্শণে নিয়তই যুদ্ধ হয় যখন
ক্রসফায়ারে মরে নির্দোষ মানুষই তখন!
সবকিছুরই সমান আর বিপরীত প্রতিক্রিয়া থাকে
তাই যা ছুঁড়ছি সব ফিরে আসবে নিজেরই দিকে
হায়রে মানুষ বুঝবো আমরা কোন দিন ?
ভালবাসা সহজ, নয় দলাদলির মত কঠিন!
Shahnaz Perveen
আমি ফ্যামিলী মেডিক্যাল প্র্যাকটিশনার, কাজ করছি ফুলটাইম নারেলেন টাউন মেডিক্যাল সেন্টারে। ঢাকা মেডিক্যাল কলেজ থেকে ১৯৯৩ এ গ্রাজুয়েশন করে নিউজিল্যান্ড প্রবাসি হই ১৯৯৬ সনে। প্রথমে নিউজিল্যান্ড, তারপর অস্ট্রেলিয়ায় ফেলোশীপ অর্জন করি আর দুই দেশের রোগীদের সেবা করছি গত আঠারো বৎসর যাবৎ। আমি সিডনিতে স্বামী ডাক্তার রশীদ আহমেদ আর দুই কন্যা প্রমা আর নাহিয়ানকে নিয়ে বাস করি। অবসর সময়ে আমার গান করা, শোনা, কবিতা লিখা আর সমুদ্র তীরে বেড়ানো পছন্দ। জি সিরিজ এই বৎসর আমার রবীন্দ্র সংগীতের একক এলবাম "আমার সকল ভালবাসা" বের করেছে । আমি নিজেকে কবি বা শিল্পী বলতে চাইনা, তবে শিল্পকে আমি ভালবাসি।
Related Articles
মাটির ঘরে শান্তির ঠিকানা
মাটির ঘরে শান্তির ঠিকানা লক্ষ্মণ ভাণ্ডারী মাটির ঘরে শান্তির ঠিকানা বাঁধে প্রীতির বাসা, মাটির ঘর স্বর্গের সমান মনে জাগে
ও জননী তোর তরে মোর কলম কেন বিষাদ লেখে
ও জননী তোর তরে মোর কলম কেন বিষাদ লেখে অশ্রুভেজা মলিন বদন অবাক চোখে চেয়ে দেখে কেউ করে না তোর
বাংলার মাটি আমার জননী
বাংলার মাটি আমার জননী লক্ষ্মণ ভাণ্ডারী বাংলার ভালবাসা, বাঙালীর প্রাণ, বাংলার নদী মাঠ, বাংলার গান। বাংলা আমার মা, আমরা