তোর জন্যে

Print this article
Font size -16+
তোর জন্যে আকাশলীনা , তোর জন্যে নীল পদ্ম
তোর জন্য এক সিন্ধু বিষাদ ছোঁয়া গদ্য I
তোর জন্যে কৃষ্ণচূড়া , কদম , বেলি , লাল শালুক
তোর জন্য একটা দুপুর , নিঃসঙ্গ এক একলা ডাহুক I
তোর জন্যে রাত বিরাতে পাগল করা হাস্না হেনা
তোর জন্য একটা পুরান দুঃখ আমার অনেক চেনা !!
ওয়াহিদা নীরা
Related Articles
একাকী আমি
ভারচুয়াল আর রিয়েলিটি মিলে মিশে সব একাকার কোনটা আসল কোনটা নকল তাই বোঝা হয়েছে বড়ই ভার! ভাব প্রকাশে অক্ষম আমি
Poems by Harun Azad
ঘরের মানুষ ঘর খোঁজে ঘরের মানুষ ঘর খুঁজে আমি খুঁজি তারে ,তারেই আমি ভালবাসি ,একবার দেখেছি যারে !আমার মত সাজিয়ে
কবি গানের আসর
কবি গানের আসর লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি) কবি গানের আসর বসেছে গাঁয়ের আটচালা ঘরে, গাঁয়ের লোকেরা সেথায় এসে দলে
wowww, very nice poem