by Wahida Nira | September 7, 2017 9:27 am
তোর জন্যে আকাশলীনা , তোর জন্যে নীল পদ্ম
তোর জন্য এক সিন্ধু বিষাদ ছোঁয়া গদ্য I
তোর জন্যে কৃষ্ণচূড়া , কদম , বেলি , লাল শালুক
তোর জন্য একটা দুপুর , নিঃসঙ্গ এক একলা ডাহুক I
তোর জন্যে রাত বিরাতে পাগল করা হাস্না হেনা
তোর জন্য একটা পুরান দুঃখ আমার অনেক চেনা !!
ওয়াহিদা নীরা
Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2017/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87/
Copyright ©2025 PriyoAustralia.com.au unless otherwise noted.