ছি – সু চি – ছি
সু চি
তোর ছেলেটা, এক মাসের আব্দুল মাসুদ
তোর কোলে’ই মরলো – তুই টের পেলি না
আঁচলে ঢেকে, বুকে জড়িয়ে সীমান্ত পেরিয়ে
পালিয়ে এলি – ধর্ষণ, হত্যা, বুলেট মাথায় নিয়ে
টের পেলি না, বুকের ধন – নিষ্প্রাণ, মৃত
কি ভাবে তোকে বোঝাই, ওটা প্রাণহীন দেহ
ওকে রেখে দে’ সু চি
তোর ছেলে আর বেঁচে নেই!
সু চি
হামিদা বেগম তোরই আসল নাম – ভুলে গেলি
চার দেয়ালে আটকে থেকে সবই ভুলে গেলি!
প্রাণহীন বুকের মানিকটাকে রেখে দে এবার ;
একটু শান্তিতে ঘুমাক, পর দেশের মাটি
পর দেশের আগন্তুক ভালোবাসা
এবার জড়িয়ে ধরুক তাকে পরম আদরে।
সু চি
তুই সেই মা, যাঁকে বলাত্কার শেষে গুলি করে তোর পোষা
সামরিক কুত্তারা, শেষে গলা কেটে নিশ্চিত করে মৃত্যু
তুই’ই সেই কিশোরী সহোদরা, যাদের বার বার বলাত্কার করে
তুই, তোর দেশ, তোর গণতন্ত্র, তোর জেনারেল’রা
সু চি, তুই সেই মানবতার মরণ, যে খান থেকে
মায়ানমারের কাল অধ্যায় শুরু, তোর রক্তহীন হৃদপিন্ডে!
সু চি
তোর মাথায় ঐ টকটকে লাল গেঁদা ফুল – দেখ
জগতের সৃষ্টির সেরা প্রাণী’র রক্ত,
হাড়গোড়, রক্তের পোড়া গন্ধ আছে তাতে
তোর হাতে গৌতম বুদ্ধের রক্তাক্ত শব; রক্তাক্ত অহিংসা
আছে তোর ইচ্ছা, গণহত্যা, পাশবিক অত্যাচার
এই গেঁদা ফুল তোর সন্তানেরই রক্তে রাঙানো আজ!
রোহিঙ্গ্যা? বাঙালি? নাকি মানুষ!
এরাই কি সন্ত্রাসী? এরাই কি জিহাদী? এরাই কি বিদ্রোহী?
ছি – সু চি – ছি
বল, কি ভাবে বলি তোকে
অথবা তোর সমাধি পাশে দাঁড়িয়ে;
জগতের সকল প্রাণী সুখী হউক!
ক্যানবেরা
১৯/০৯/২০১৭
Related Articles
ভূতের খেল
দিলরুবা শাহানা: টিনার সাথে পরিচয়ের পরে ডোনার তাকে ভাল লেগে গেল। গল্পগুজব করার একজন বন্ধু পাওয়া গেল। নাটক-সিনেমা, বই বিষয়ে
The Secret
Behind your fears I am your comfort. Behind your sorrows I am your happiness. When it rains I am your
একাকী আমি
ভারচুয়াল আর রিয়েলিটি মিলে মিশে সব একাকার কোনটা আসল কোনটা নকল তাই বোঝা হয়েছে বড়ই ভার! ভাব প্রকাশে অক্ষম আমি