দিনকাল
Print this article
Font size -16+
নিঃসঙ্গতা আমার প্রার্থনা
একরাশ ভালবাসা
অসীম আকাশ
বিশাল সমুদ্র কিংবা
চারিদিক অন্ধকারে মিটিমিটি জোনাকিরা ।
নিঃসঙ্গতা আমার প্রেরণা অথবা প্রাপ্য
রঙ্গে ভরপুর ছন্দ
রূপবতী ছায়া কিংবা
আলো ঝলমল সদ্য সকাল ।
নিঃসঙ্গতা আমার সজল চোখ
দুর্বিনীত ছুটে চলা
না পাওয়া বেদনাকে কাছে ডাকা কিংবা
বেদনার কাছে সমর্পিত আমি ।
নিঃসঙ্গতা আমার একমাত্র বেচে থাকা আমি
সোনালী অতীত
সবুজ রং কিংবা
রংধনুতে আঁকা স্বপ্নিল পথচলা ।
No comments
Write a comment
No Comments Yet!
You can be first to comment this post!