দিনকাল

by Dr Ezaz Mamun | May 12, 2013 9:16 pm

নিঃসঙ্গতা আমার প্রার্থনা
একরাশ ভালবাসা
অসীম আকাশ
বিশাল সমুদ্র কিংবা
চারিদিক অন্ধকারে মিটিমিটি জোনাকিরা ।

নিঃসঙ্গতা আমার প্রেরণা অথবা প্রাপ্য
রঙ্গে ভরপুর ছন্দ
রূপবতী ছায়া কিংবা
আলো ঝলমল সদ্য সকাল ।

নিঃসঙ্গতা আমার সজল চোখ
দুর্বিনীত ছুটে চলা
না পাওয়া বেদনাকে কাছে ডাকা কিংবা
বেদনার কাছে সমর্পিত আমি ।

নিঃসঙ্গতা আমার একমাত্র বেচে থাকা আমি
সোনালী অতীত
সবুজ রং কিংবা
রংধনুতে আঁকা স্বপ্নিল পথচলা ।

Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2013/%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2/