একটি শারদীয় কবিতা – আবেদ চৌধুরী
Print this article
Font size -16+
কাশের গুচ্ছ বাঁধব বলে কি এখন শরত ?
আকাশে আঁকিবুঁকি করব বলে কি এখন আকাশ নীল ?
অলৌকিক এক মেয়ে বাড়ী যাবে তাই কি শুভ্র মেঘ ?
মেঘের রথ ,
তোমরা মেয়েরা যার যার বাড়ি যাও;
তোমাদের দিলাম ভাদ্রের বিদায়, আশ্বিনের ছুটি
“মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি”
No comments
Write a comment
No Comments Yet!
You can be first to comment this post!