by Abed Chaudhury | October 21, 2012 12:14 am
কাশের গুচ্ছ বাঁধব বলে কি এখন শরত ?
আকাশে আঁকিবুঁকি করব বলে কি এখন আকাশ নীল ?
অলৌকিক এক মেয়ে বাড়ী যাবে তাই কি শুভ্র মেঘ ?
মেঘের রথ ,
তোমরা মেয়েরা যার যার বাড়ি যাও;
তোমাদের দিলাম ভাদ্রের বিদায়, আশ্বিনের ছুটি
“মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি”
Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2012/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%86%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%9a%e0%a7%8c/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.