মহাবিজয়ের বাণী
Print this article
Font size -16+
লক্ষ্য বাঙালীর রক্তের বিনিময়ে
হয়েছে অর্জিত মোদের এই বিজয়।
সেই হানাদারদের বিভ ৎস ভয়াবহতা
এজীবনে কাহারও কভু ভুলবার নয়।
পাক শিবিরে ধর্ষিতার গোঙানি,
অবৈধ গর্ভধারন কতশত বালিকার।
অনাহারে লক্ষ্য শিশুর অকাল মৃত্যু,
সেই শোকে ভাসে বুক আজো বাংলার।
রাতের আধাঁরে নির্বিচারে গনহত্যা,
তাই দাড়াঁল রূখে প্রতিবাদী জনগন।
শোষনের বিরুদ্ধে গর্জিল হাতিয়ার,
করল সকলে স্বাধীনতার পণ।
অবশেষে হল জয় চির বাংলার জয়,
শোষক-হানাদারের হল মহাক্ষয়,
অন্যায়ের বিরুদ্ধে হল ন্যায়ের জয়,
এশুধু বিজয় নয় যেন মহাবিজয়।
দেশও দশের জন্য করতে হবে কাজ
নি:শ্চয় মরতে হবে একদিন জানি।
মরি-বাঁচি সকলের জন্য সকলে মোরা,
এইহোক মহা বিজয়ের বাণী।
০৯/১২/১২
– শফিক তপন
No comments
Write a comment
No Comments Yet!
You can be first to comment this post!