আহা! – দিলরুবা শাহানা

আহা! – দিলরুবা শাহানা

সন্ধ্যা ছিল মনোরম,

খাবারদাবার সবই মনোহর,

দাওয়াতীরা খোশগল্পে মশগুল ,

অল্পস্বল্প গল্প সব নিয়ে চলছিল।

রবীন্দ্রনাথ থেকে ফুলসজ্জা সব সব

ঐ যে কি নাম যেন?

জাপানের ইকাবেনা নাকি ইকেবানা?

তখনই টিভিতে খবর

বিরক্তিকর

ভূমিকম্পে কোথাকার হাইতিতে

মানুষ মরেছে হাজারে না লাখে

সে খবর কি দরকারে লাগে?

কাক একটি মরে পড়লো

কাকেরা ছুটে এসে জুটে বসে

সবে মিলে শুরু করে কা কা;

দাওয়াতীরা হাইতীর মৃতের জন্য

একবারও বললো না আহা!

রবীন্দ্র আকড়ে আধুনিক হতে চাওয়া

মানুষেরা শোন,

জালিয়ানওয়ালায় মানুষ যখন হয়েছিল খুন

প্রতিবাদে রবী করেছিল তাঁর ‘স্যার’ উপাধি বর্জন।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment