অমর একুশে – আহমেদ সাবের
জহির রায়হানকে নিবেদিত। তার অমর উপন্যাস, আরেক ফাগুন অনেক বছর আগে পড়া – ঘটনা মনে নেই। শুধু শেষ লাইনটা মনে আছে – আসছে ফাগুনে আমরা দ্বিগুন হবো। একুশের জনতার ঢলকে উদ্দেশ্য করে বলা।
জহিরের কথাগুলো দৈববাণী হয়
আরেক ফাল্গ–নে দেখো, জনতার স্রোত,
সত্যিই দ্বিগুন হয়
রাজপথে নেমে আসে, গলিত লাভার মত
স্ফুলিঙ্গ অনল হয়ে দাবানল হয়
বাংলার ঘরে ঘরে গাফফার গেয়ে উঠে,
আমার ভায়ের রত্তে“ …….. একুশের গান।
আমাদের অন্তরগত হƒদয়ের বাণী,
ছড়ায় সমগ্র বিশ্বে – গানে গানে, কবিতা কথায়।
সুদুর টরেন্টো হয়ে, চেরীদের বনে,
পৌছে যায় বাংলার প্রতিবাদী সুর।
ঝংকারে মথিত হয়, লাল রং ক্যাঙারুর ভুমি।
মাতৃভাষা সৃতিসৌধ, মাথা তোলে দেশে দেশে,
মায়ের ভাষার দাবী প্রতিষ্ঠিত করে।
শুন হে বরকত শুন, শুন হে সালাম,
তোমাদের আত্মত্যাগ ব্যর্থ হয় নাই।
তোমরা দিয়েছ প্রান, তাই –
আমরা মায়ের বোলে, কথা বলি, গান গেয়ে যাই।
Sydney February 11, 2010