এই পৃথিবীর ধুলার মাঝে – আহমেদ সাবের

এই পৃথিবীর ধুলার মাঝে   – আহমেদ সাবের

এই পৃথিবীর ধুলার মাঝে

লক্ষ প্রানের কান্না বাজে

তুমি কি গো শুনতে পাও শুনতে?

আমি তো চাই পথে পথে

পাড়ি দিয়ে স্বপ্ন রথে

চাঁদের সুতোয় নকশি কাঁথা বুনতে।

হানাহানির জীবন জুড়ে

উঠছে জহর পাতাল ফুঁড়ে

কালের সীমায় বাজছে বিষের বাঁশী।

তারই ডাকে দিয়ে সাড়া

চুপি সারে আসে কারা

দুঃখী জনের গলায় পরায় ফাঁসি।

উঠরে দুখী দাড়া রুখে

আয়রে নিয়ে সাহস বুকে

র্সবনাশের ভিত্তি ধরে নাড়া।

অত্যাচারীর র্দুগ ভেঙ্গে

আবির রঙ্গে দেরে রেঙ্গে

বিশ্ব জুড়ে দে ফেলে দে সাড়া-

পারবি তবে মঙ্গলদীপ গুনতে।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment