দুঃখ – শিশির পথচারী

দুঃখ – শিশির পথচারী

(একটি বেদনা বিধুর অভিব্যক্তির স্বরলিপি । তাবৎ নিপীড়িত সংখ্যালঘু মানুষের বিদীর্ন হূদয়ের মলিন ক্যানভাসে রক্তবর্ণে খচিত।)

দুঃখ আমাকে দুঃখী করে

কষ্টে কাঁদি চুপিসারে

বুকের পাঁজরে সইছি আঘাত

বড় বেদনার ভারে।

হিংসা ঘৃনার নিষ্ঠুর দাবানলে

মন – মান -অধিকার দগ্ব হলে

রিক্ত পীড়িত শঙ্কিত একাধারে

এক জীবনেই বারেবারে।

বুকের পাঁজরে সইছি আঘাত

বড় বেদনার ভারে ।

সহিষু- সমতার সাবলীল ভূবনে

নিরন্তর সম্প্রীতির অনন্য বাঁধনে

সকলের মাঝে থাকতে চেয়েছি , মিলেমিশে এক হয়ে

ধর্ম – বর্ণ – বৈষম্যের উর্ধে , শুধু মানুষের পরিচয়ে

বঞ্চিত করে পড়শি আমারে

শক্তি সামর্থের অহংকারে ।

বুকের পাঁজরে সইছি আঘাত

বড় বেদনার ভারে ।

আজন্ম অভিশাপে করুণা কুড়াই

নিজেকে গুটিয়ে ক্ষীন করি তাই

উদার প্রসারিত বাহু আসে ফিরে ফিরে

বাধায় বিমূখ হয়ে ঈর্ষার প্রাচীরে

লজ্জার আবরণে পড়েনা ঢাকা , দগদগে জখমের চিহ¡খানি

বৃথা অনূনয়ে ভীষণ বিব্রত , উদাত্ত মানবতার অমৃত বাণী

পদে পদে অসাম্যের প্রসারে

ভীত রই সদা সংসারে ।

বুকের পাঁজরে সইছি আঘাত

বড় বেদনার ভারে ।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment