এক ৭ই মার্চে বঙ্গবন্ধু

এক ৭ই মার্চে বঙ্গবন্ধু

আজ রবীন্দ্রনাথ বা নজরুল

যদি থাকতেন আমাদের মাঝে

তবে লিখতেন এক মহাকাব্য

আপনাকে নিয়ে,

আপনার স্মরণে।

যদি আজ নেপলিয়ান, লিংকন বা ওয়াশিংটন থাকতেন

তবে তাঁরা শোকবার্তা পাঠাতেন

আপনার মহাপ্রয়াণের দিনে।

যদি আলেকজান্ডার, নেহেরু, বা গান্ধী ফিরতেন

এই দিনে নিজ নিজ জাতিকে

মানব প্রেমের প্রতীক হিসেবে

আপনার কথা বলতেন।

যদি জীবানন্দ বা মধুসুদন ফিরতেন

তাঁদের শ্যামল সবুজ বাংলায়

তাঁরা ফুলেল শুভেচ্ছা আর কবিতা পাঠাতেন

আপনার সমাধিতে।

যদি ফিরে আসতেন সিরাজদৌলা

তিনি অপেক্ষায় থাকতেন

বাংলার রাজ মুকুট তুলে দিতে।

যখন যিশু ফিরবেন

কোন বাঙালীর দেখা পেলে

আপনার মহানুভাবতাকে শ্রদ্ধা জানাবেন।

বঙ্গবন্ধু আপনি ফিরবেন কী?

আমরা অনেকেই আপনাকে ভুলে গেছি-

অনেকেই!

আপনি আবার জেগে ঊঠবেন কী?

সেই আগের মত বজ্জ্রকন্ঠে: এবারের সংগ্রাম…

বঙ্গবন্ধু আমরা অপেক্ষায় আছি-

আরেকটি ৭ই মার্চ বিকেল

যেন ফিরে ফিরে আসে

স্নিগ্ধ শ্যামল বাংলার বুকে।

লেখক: ফরিদ আহমেদ


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment