একুশে একাডেমী অস্ট্রেলিয়া আয়োজন করেছে সমসাময়িক বিষয়ভিত্তিক মুক্ত আলোচনা

একুশে একাডেমী অস্ট্রেলিয়া আয়োজন করেছে সমসাময়িক বিষয়ভিত্তিক মুক্ত আলোচনা

সুধী,

বিগত ঊনিশ বছরের দীপ্ত ধারাবাহিকতায় একুশে একাডেমী অস্ট্রেলিয়া এবারো আয়োজন করেছে সমসাময়িক বিষয়ভিত্তিক মুক্ত আলোচনা। আমার বিশ্বাস, এ আলোচনায় উন্মোচিত হবে প্রবাসের এ বহুজাতিক মাটিতে বাংলা ভাষার অতীত, বর্তমান ও আগামীর ভাবনা।

সকলের স্ববান্ধব উপস্থিতি এবং সক্রিয় অংশগ্রহন একান্তভাবে কাম্য।

আলোচ্য বিষয়: নবীন ও প্রবীনের চোখে প্রবাসে বাংলা ভাষা চর্চা

মূল আলোচক: নেহাল নিয়ামুল বারী

তারিখ: ৪ঠা ফেব্রুয়ারী ২০১৮ রবিবার
সময়: ৫:৩০ মি:
স্থান: বেলমোর কমিউনিটি সেন্টার, ৩৮ রেডম্যান প্যারেড, বেলমোর

ডাঃ আব্দুল ওয়াহাব, সভাপতি – ০৪৩৩ ৪১১ ৬১৩
লরেন্স ব্যারেল, সাধারণ সম্পাদক – ০৪২৫ ২৮৬ ৯২৩

একুশে একাডেমী অস্ট্রেলিয়া, PO Box 1372 Ashfield, NSW 1800 AUSTRALIA


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment