একুশে একাডেমীর কর্মসূচী – ১৯শে ফেব্রুয়ারী ২০১৭

একুশে একাডেমীর কর্মসূচী – ১৯শে ফেব্রুয়ারী ২০১৭

একুশে একাডেমী অস্ট্রেলিয়া
PO Box 1372 Ashfield NSW 1800 AUSTRALIA

সিডনীর বহুজাতিক মাটিতে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা, লালন ও ধারণের ইতিহাস একুশে একাডেমী অস্ট্রেলিয়ার সুদীর্ঘ সতের বছরের । সকলের প্রগাঢ় ভালোবাসা ও সহযোগীতায় আন্তর্জাতিক পরিমন্ডলে একুশের চেতনা আজ পরিব্যপ্ত। গভীর শ্রদ্ধায় সে ভালোবাসা নিবেদিত হয় প্রবাসে প্রথম নির্মিত এ্যাসফিল্ড পার্কের স্মৃতিসৌধের পাদদেশে। এ আমাদের অর্জিত অহংকার।

অনুষ্ঠিতব্য একুশে একাডেমীর কর্মসূচী – ২০১৭

সমসাময়িক বিষয়ভিত্তিক সেমিনার
শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগীতা
প্রভাতফেরী -১৯শে ফেব্রুয়ারী ২০১৭ সকাল- ৯:৩০মিঃ (এ্যাসফিল্ড পার্ক)
বইমেলা ও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান-১৯শে ফেব্রুয়ারী ২০১৭ (এ্যাসফিল্ড পার্ক )
রক্তদান কর্মসূচী
‘ক্লীন আপ অস্ট্রেলিয়া’ কর্মসূচীতে অংশগ্রহন

সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের অংশগ্রহন ও উপস্থিতি একান্ত কাম্য। স্টল বরাদ্দের জন্য অনুরোধ করা হচ্ছে।

ডাঃ আব্দুল ওয়াহাব, সভাপতি – ০৪৩৩ ৪১১ ৬১৩

লরেন্স ব্যারেল, সাধারণ সম্পাদক – ০৪২৫ ২৮৬ ৯২৩


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment