সাধারন সভা এবং নির্বাচন ২০১৩

সাধারন সভা এবং নির্বাচন ২০১৩

১লা মে ২০১৩
সাধারন সভা এবং নির্বাচন ২০১৩
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রেলিয়া কমান্ড

এই মর্মে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যে জানানো হচ্ছে যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্দেশক্রমে আগামী শনিবার ১৫ই জুন ২০১৩ তারিখে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রেলিয়া কমান্ড ইউনিটের প্রথম বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হবে। নি¤েœ বিস্তারিত প্রদান করা হলোঃ

তারিখ ঃ শনিবার, ১৫ই জুন ২০১৩
সময় ঃ সন্ধা ৬ ঘটিকা
স্থান ঃ সংসদ কার্যালয়, E5/20-28 Carrington Road. Marrickville, NSW 2240 ; Phone: ০২ ৯৫৫৯ ৮৫৮৮, ০৪১২ ০৬৫ ৮২১


কার্যসূচী :
১. সন্ধা ৬:০০টা থেকে ৭:০০টা পর্যন্ত বার্ষিক সাধারন সভা। সভায় সদস্য-সচিব কর্তৃক বাৎসরিক প্রতিবেদন উপস্থাপন ও প্রস্তাবিত গঠনতন্ত্র অনুমোদনের জন্যে পেশ করা হবে (সদস্যবৃন্দ অত্র বিজ্ঞপ্তি প্রকাশে দিন থেকে ১০ই জুন ২০১৩ পর্যন্ত প্রস্তাবিত গঠনতন্ত্রের কপি সংসদের আহ্বায়ক কমিটির সদস্য-সচিব থেকে সংগ্রহ করতে পারবেন)। কোন সদস্য অন্য কোন বিষয় সাধারন সভায় আলোচনার জন্যে অন্তর্ভূক্তি করতে ইচ্ছুক হন তবে তা নি¤œস্বাক্ষকারীবৃন্দকে ১০ই জুন ২০১৩ তারিখের মধ্যে জানালে তা আলোচনার জন্যে কার্যসূচীতে অন্তর্ভূক্ত করা হবে।
২. সভাপতির অনুমতিক্রমে বিবিধ আলোচনা ও সিদ্ধান্ত।
৩. সন্ধা ৭:০০টা থেকে ৮:০০টা পর্যন্ত কার্যকরী পরিষদ নির্বাচন কর্মকান্ড তথা মনোনয়ন গ্রহন, মনোনয়ন বাছাই ও নির্বাচন।
৪. রাত ৮:০০টায় নির্বাচনের ফলাফল ঘোষনা এবং নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে ক্ষমতা হস্তান্তর এবং নবনির্বাচিত ইউনিট কমান্ডারের বক্তব্য।
৫. সন্ধা ৮:৩০ নৈশভোজ।
এখানে উল্লেখ্য যে অস্ট্রেলিয়া বসবাসরত যে সকল মুক্তিযোদ্ধা অস্ট্রেলিয়া কমান্ড ইউনিটের সদস্য পদ গ্রহন করেছেন শুধুমাত্র তারাই সাধারন সভা ও নির্বাচনে অংশগ্রহন করতে পারবেন। অস্ট্রেলিয়া বসবাসরত যে সকল মুক্তিযোদ্ধা এখনো অত্র ইউনিটের সদস্য পদ গ্রহন করেননি তারা সংগঠনের আহ্বায়ক আবুল এইচ এম হেলালউদ্দিন অথবা সদস সচিব ওয়ালিউর রহমান টুনুর সাথে যোগাযোগ করে সদস্য পদ গ্রহন করতে পারবেন। যারা ১০ই জুন ২০১৩ তারিখের মধ্যে সদস্য পদ গ্রহন করবেন তারা সাধারন সভা ও নির্বাচনে অংশগ্রহনের অধিকার পাবেন।

সুন্দর ও সুষ্ঠুভাবে বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠানে সকল সদস্যদের স্বক্রিয় অংশগ্রহন কামনা করা হচ্ছে।

(ওয়ালিউর রহমান টুনু)
সদস্য-সচিব
মোবাইল: ০৪০১ ২৯৬ ৫৫৫

(আবুল এইচ.এম. হেলালউদ্দিন)
আহ্বায়ক
মোবাইল: ০৪১২ ০৬৫ ৮২১

2013/Notice_PR_GeneralMeeting13_909600523.pdf ( B) 


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment