REHAB Show in Sydney

REHAB Show in Sydney

সিডনিতে রিয়েলইষ্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহাব)এর ৪দিন ব্যপি প্রদর্শনীর আয়োজন চলছে ।

রিয়েলইষ্টেট এন্ড হাউজিং এসোশিয়েশনস অব বাংলাদেশ তথা রিহাব বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশীদের দেশ মুখি আবাসনে উৎসাহিত করার লক্ষে দীর্ঘদিন ধরে প্রবাসে প্রদর্শনীর মাধ্যমে সচেতনার সৃষ্টি করে আসছে ।এবার তাদের প্রদর্শনীর প্রস্তুতি চলছে সিডনিতে । সিডনি’র অলিম্পিক মাঠের গত১লা এপ্রিল শুত্রুবার বাংলাদেশ থেকে আসা রিহাব তথা রিয়েলইষ্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ এর মহা সচিব মুরাদ ইকবাল চৌধুরী সিডনির বিভিন্ন সংবাদ ও প্রচার মাধ্যমকে স্পাইসি অব লাইফ রেস্টুরেন্টে আমন্ত্রণ জানিয়ে তাদের একটি মহা পরিকল্পনা তুলে ধরেন । আগামী ১৯, ২০, ২১ ও ২২ মে ২০১১, চারদিন ব্যাপী একটি প্রদর্শনীর আয়োজন করার প্রস্তুতি নিয়েছেন বলে জানান । প্রদর্শনীর স্থান নির্ধারণ করা হয়েছে সিডনি অলিম্পিক মাঠের রেলস্টেশন সংলগ্ন বিশাল ইনডোর “” হাওই কমপ্লেক্স´ ” প্রদর্শনী কেন্দ্রে । সকল আগ্রহি , উৎসাহীর জন্য উন্মুক্ত রাখা হয়েছে প্রদর্শনী প্রবেশ পত্র থাকছেনা , অতিথি বইয়ে নাম ঠিকানা ও ফোন নাম্বার নথিভুক্তির মাধ্যমে প্রবেশকারিদের জন্য র‌্যাফেল ড্র এর মাধ্যমে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা থাকছে প্রতিদিন ।উদ্বোধনী কিংবা সমাপনী দিবসে থাকছে ঢাকাও সিডনির শিল্পীদের নিয়ে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ।৪দিন ব্যাপী রিহাব এর হাউজিং প্রদর্শনী চলবে । সাংবাদিক সমে§লনে প্রায় সকল প্রচার ও প্রকাশন মাধ্যম সেই সংবাদ সমে§লনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের জবাবে জানান রিহাব আমেরিকা ,কানাডা ,ব্রিটেন ,ও আরবের বিভিন্ন দেশে তারা এধরনের প্রদর্শনীর আয়োজন করে আলোড়ন জাগাতে সক্ষম হয়েছেন । সিডনিতে চারদিন ব্যপি প্রদর্শনীতে আনুমানিক ৬০টি রিয়েলইষ্টেট কোম্পানির অংশ গ্রহণের সম্ভাবনা রয়েছে বলে জানাযায় । আলাপকালে জানাযায় যে বাংলাদেশের রিয়েলইষ্টেট কোম্পানী গুলির দুর্নীতির বিরুদ্ধে যেকোন ধরনের অভিযোগ দায়েরের জন্য একটি হট লাইন চালু রয়েছে এমনকি আগামী প্রদর্শনীতে অংশ নিয়ে সরাসরি লিখিত অভিযোগ দায়ের করার ব্যবস্থা থাকবে ।জনাব মুরাদ আরো জানান গ্রহীতা, সম্ভাব্য গ্রহীতা , এমনকি উৎসাহী মানুষের কাছাকাছি আসাই তাদের লক্ষ । উল্লেখ্য সিডনির বিশিষ্ট সমাজ সেবী ও সংগঠক আল নোমান শামীম সিডনির এই আয়োজনে সরাসরি তত্বাবধানে নিয়োজিত রয়েছেন বলে জানা যায়।

2011/pdf/rehab_2011_642431243.pdf ( B) 


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment