একুশে বইমেলা পরবর্তী পুনর্মিলনী
Print this article
Font size -16+
প্রেস বিজ্ঞপ্তি
একুশে একাডেমী অস্ট্রেলিয়া ইনক তাদের সকল কর্মী, শিল্পী, লেখক, কবি, কলা-কুশলী, মিডিয়া ব্যক্তিত্ব, স্পনসর, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের অবগতির জন্য জানাচ্ছে যে, আগামী ২৫শে এপ্রিল ২০১০-এ একুশে বইমেলা পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।
স্থানঃ ক্যাম্পসি মাইগ্রেন্ট রিসোর্স সেন্টার, ক্যাম্পসি
সময়ঃ দুপুর ১২টা
তারিখঃ আগামী ২৫শে এপ্রিল ২০১০
দিনঃ রবিবার
পুনর্মিলনী অনুষ্ঠানে দুপুরের আপ্যায়নের সাথে একুশে একাডেমী অস্ট্রেলিয়া ইনক তাদের সকল কর্মী, শিল্পী, লেখক, কবি, কলা-কুশলী, মিডিয়া ব্যক্তিত্ব, স্পনসর, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের সাথে মিলিত হবে।
একুশে একাডেমী ও বই মেলার সাথে সম্পর্কিত সকলে আমন্ত্রিত।
বিনীত
মফিজুল হক আল নোমান শামীম
সভাপতি সাধারন সম্পাদক
০৪২১৯৬১৮৬০ ০৪০৪৩৪০৪০৪
No comments
Write a comment
No Comments Yet!
You can be first to comment this post!