বঙ্গবন্ধুর হৃদেশ প্রত্যাবর্তন দিবস ও বিজয় সমাবেশ ১১ই জানুয়ারী

বঙ্গবন্ধুর হৃদেশ প্রত্যাবর্তন দিবস ও বিজয় সমাবেশ ১১ই জানুয়ারী

প্রিয় সুধী

বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্থান কারাগারের দীর্ঘ দশ মাস নির্যাতন ও বন্দীদশা থেকে মুক্ত হয়ে ১০ই জানুয়ারী ১৯৭২ এ প্রাণাধিক প্রিয় ও আজীবন হৃপ্নে লালিত স্বাধীন স্বদেশ ভূমিতে প্রত্যাবর্তন করেন। যথাযথ মর্যাদায় দিনটি উদযাপনের লক্ষ্যে এবং জাতীয় নির্বাচনে মহাজোট তথা বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহাসিক ব্যাপক বিজয় উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া আগামী ১১ই জানুয়ারী ২০০৯ রবিবার আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজের আয়োজন করেছে।

স্হান: Glenfield Community Hall, Railway Pde, Glenfield (close to Railway station)

সময়: বিকাল ৫:৩০ থেকে রাত ৯:৩০

ঊৎসব মূখর পরিবেশে দিনটি উদযাপনের জন্য সকল বাঙ্গালী ভাইবোনদেরকে হৃপরিবারে উক্ত কর্মসূচীতে অংশগ্রহনের সাদর আমন্ত্রন জানাচ্ছি।

রক্তিম শুভেচ্ছান্তে

আব্দুল জলিল গাওছুল আলম

সভাপতি সাধারন সম্পাদক

৯৬১৮৬১৩১ ০৪৩০৩১১০৬০


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment