প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলা একাডেমী অস্ট্রেলিয়ার বসন্ত মেলায় অতিথি হয়ে এলেন প্রফেসর আনিসুজ্জামান

প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলা একাডেমী অস্ট্রেলিয়ার বসন্ত মেলায় অতিথি হয়ে এলেন প্রফেসর আনিসুজ্জামান

বাংলা একাডেমী অস্ট্রেলিয়ার বসন্ত মেলায় অতিথি হয়ে এলেন প্রফেসর আনিসুজ্জামান। গতকাল সন্ধ্যা ৭টায় সিডনী বিমান বন্দরে তাকে বাংলা একাডেমীর সদস্যরা ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন।

অধ্যাপক আনিসুজ্জামান। প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্য ও সংস্কৃতিনিবিষ্ট একজন মানুষের নাম । খুব কাছ থেকে দেখেছেন ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ। দেশের মুক্তি আন্দোলনের স্বপ্ন আর সংগ্রামে সক্রিয় ছিলেন নিজেও। ব্রিটিশ, পাকিস্হান, বাংলাদেশ এই তিন সময়ের অভিজ্ঞতায় সমৃদ্ধ। সমাজ ও দেশকে দেখেন রাজনৈতিক ইতিহাস আর সংস্কৃতির ভূমিতে দাঁড় করিয়ে। সম্প্রতি বাংলা একাডেমী অস্ট্রেলিয়ার আমন্ত্রণে তিনি এসেছেন অস্ট্রেলিয়ায়। আগামী কাল ১৬ই আগস্ট সিডনীর ব্ল্যাকটাউন মেলার আয়োজনে অধ্যাপক আনিসুজ্জামান থাকবেন অতিথি হয়ে।

এ মহান শিক্ষাবিদের কাছে আমরা শুনবো গ্রাম বাংলার আপামর মানুষের কথা। শিক্ষাজগৎ. সমকালীন সাহিত্য আর সংস্কৃতির কথা, রাজনীতি আর মুক্তিযুদ্ধের কথা। দেশের সুখ আর দুখের কথা।

অস্ট্রেলিয়ার ক্যানবেরা থেকে আসছেন বাংলাদেশের মান্যবর রাস্ট্রদূত লেঃ জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। আসছেন স্থানীয় সংসদের প্রতিনিধি মাননীয় লরি ফারগুসন, জুলি ওয়েনস এম.পি. ব্ল্যাকটাউনের লর্ড মেয়রের প্রতিনিধি কাউন্সিলর ক্যাথি কলিন্স ওএএম সহ আরো অনেকে। আপনি আসছেন তো?

বই পড়ার সঙ্গে সঙ্গে যদি দেখার আনন্দও যুক্ত হয়, তাহলে একটি শিল্পকর্ম দেখার আনন্দও যুক্ত হতে পারে। একজন পাঠক বা দর্শককে সেই আনন্দ দেয়া কি খুবই কঠিন? শিল্পী কাইয়ুম চৌধুরীর এ প্রশ্নের উত্তর খুঁজতে বাংলা একাডেমী অস্ট্রেলিয়া প্রথমবারের মতো নিয়ে অস্ট্রেলিয়ার সিডনীতে নিয়ে এলো বসন্ত মেলার উৎসব।

আমাদের ভাষা ও সংস্কৃতির সম্মিলনে প্রবাসের শত কাজের ভিড়েও চাই একটু অবসর। তারই ছোট্ট এক সময়ে ছোট্ট একটা মেলা। আপনার সন্তানের মন যদি বলে.. বাবা-মা আমি ব্ল্যাকটাউনের বসন্ত মেলায় যেতে চাই। তুমি কিন্তু ওই দিনটা আমার জন্যই রেখো। আচ্ছা….

আগামী ১৬ই আগষ্ট রবিবার ব্ল্যাকটাউন বয়েজ স্কুল এর মাঠে ছোট্ট এ মেলার আয়োজন বসবে। এ মেলায় থাকবে বই, জাম্পিং ক্যাসেল, রকমারি খাবার স্টল, পোষাক আর শাড়ী গহনা সহ নানাবিধ ষ্টল, ছোটদের এবং বড়দের জন্য বিভিন্ন খেলাধুলা সহ নানারকম আয়োজন। আপনি ও স্ববান্ধবে আমন্ত্রিত।

Sunday, August 16, 2009 10:00am – 7:00pm Blacktown Boys High School, Fifth Avenue, Blacktown সকাল ১০টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত। .. প্রবেশ মূল্য – ৩ ডলার বিস্তারিত জানার জন্যে ষ্টল সংক্রান্ত বা যে কোন বিষয়ে ফোন করুন : ৮৮১২২৬৮৪, ০৪০১০৬৫২৯৭, ০৪৩০৩৮৯৩৮৫, ০৪০৬৫৩৮৩০০ অথবা ইমেইলঃ bacpa@optusnet.com.au এবং ওয়েব সাইটে www.banglaacademy.com


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment