বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া – ২রা নভেম্বর ২০০৮ পালিত হবে জেল হত্যা দিবস

বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া – ২রা নভেম্বর ২০০৮ পালিত হবে জেল হত্যা দিবস

১৯৭৫ সালের ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে সংগঠিত হয়েছিল বিশ্বের জঘন্যতম হত্যাকান্ড। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অনুপস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম মূল কান্ডারী অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মুজিব নগর সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী এ.এইচ.এম. কামরুজ্জামান ও মন্ত্রী মনসুর আলী এই হত্যাকান্ডে নিহত হয়েছিলেন । এই হত্যাকান্ড স্মরনে আগামী ২রা নভেম্বর ২০০৮ তারিখে বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার উদ্দ্যোগে এক শোক সভার আয়োজন করা হয়েছে।

সভার তারিখ: ২রা নভেম্বর ২০০৮ রোজ রোববার
সময়: সন্ধ্যা ৬ ঘটিকা
স্থান: Glenfield Community Hall, Corner of Salisbury Ave and Railway parade, Glenfield. (Near railway station)

অনুষ্ঠান সূচী: আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজ।

স্মরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট বুদ্ধিজীবি, লেখক এবং বাংলা একাডেমী কর্তৃক প্রকাশিত “বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান: জীবন ও রাজনীতি” বইয়ের সম্পাদক মোনায়েম সরকার।

উক্ত অনুষ্ঠানে সকল বাংলাদেশীকে উপস্থিত হয়ে জেল হত্যাকান্ডের প্রকৃত বিচারের দাবীকে ত্বরান্বিত করায় সাহায্য করুন।

জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।

বিণীত

ড. নিজামউদ্দিন আহমেদ মো: রফিক উদ্দিন
সভাপতি সাধারন সম্পাদক
ফোন: ০৪৩২ ৪২৮ ৭৬৪ ফোন: ০৪১৫ ৬৭৮ ১৪৬


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment