জাতীয় শোক দিবস ২০০৮ ও সংগঠনের নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি সিডনিতে ১৬ই আগস্ট ০৮
বঙ্গবন্ধু পরিষদ অস্টেণ্ডলিয়া ইনক
Bangabandhu Society of Australia
Regd. No. Y2650818, Charity Regd No. CFN17511, ABN 24 508 656
জাতীয় শোক দিবস ২০০৮
প্রিয় সূধী
পনেরো আগস্ট ১৯৭৫, বাঙ্গালী জাতির ইতিহাসে একটি চরম ঘৃন্যিত ও বেদনাবিধুর দিন। খুনী মোস্তাক ও তার গঙেরা এই দিন বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বাঙ্গালীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হৃপরিবারে নির্মম ও কাপুরুষোচিতভাবে হত্যা করে। তখন থেকে দিনটি বাংলাদেশ ও অস্টেণ্ডলিয়া সহ বাঙ্গালী অধ্যষিত পৃথিবীর বিভিন্ন দেশে বাঙ্গালীর জাতীয় শোক দিবস হিসাবে পালিত হয়ে আসছে। বরাবরের মত এবারো বঙ্গবন্ধু পরিষদ অস্টেণ্ডলিয়া আগামী ১৬ই আগস্ট ২০০৮ শনিবার দিনটিকে অত্যন্ত ভাবগাম্ভীর্য্য ও যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। এ উপলক্ষ্যে দোয়া, আলোচনা সভা ও নৈশ খাবারের ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত বিশিস্ট অতিথী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করবেন।
স্থান: বোটানী টাউন হল, কর্নার এডোয়ারড স্টণ্ডীট ও বোটানী রোড, বোটানী
সময়: সন্ধ্যা ৬:০০টা
তারিখ: ১৬ই আগস্ট ২০০৮ শনিবার
সকল প্রগতিশীল, বঙ্গবন্ধু প্রেমী ও বঙ্গবন্ধুর আদর্শের অনুসারীদেরকে উক্ত আয়োজনে হৃপরিবারে ও হৃবান্ধব অংশগ্রহনের আমম্ত্রন জানাচ্ছি।
শুভেচ্ছান্তে,
আব্দুল জলিল গাওছুল আলম
সভাপতি সাধারন সম্পাদক
০৪০০৩৪৪৭৫৪ ০৪৩০৩১১০৬০
=====================
০৬ জুলাই ২০০৮
সংগঠনের নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার নির্বাচন ও বার্ষিক সাধারন সভা আগামী ৩০শে সেপ্টেম্বরের মধ্য অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয় এবং নির্বাচন অনুষ্ঠানের সকল ব্যবস্থা গ্রহনের জন্য ওয়ালিউর রহমান টুনুকে নির্বাচন কমিশনার ও হারুনুর রশিদ আজাদকে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। নির্বাচন কমিশানার অতি শ্রীঘ্রই কার্যকরী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক নির্বাচনের তারিখ নির্দ্ধারন করে ঘোষনা প্রদান করবেন। সংগঠনের সকল সদস্যকে আগামী ৩১শে জুলাই ২০০৮ তারিখের মধ্যে তাদের সদস্যপদ নবায়ন করার জন্য অনুরোধ করা হযেছে। উক্ত তারিখের মধ্যে যারা সদস্য পদ নবায়ন করবে ও নতুন সদস্য পদ গ্রহন করবে শুধুমাত্র তারাই নির্বাচনের জন্য ভোটার লিস্টে অন্তর্ভূক্ত হবার সাংবিধানিক অধিকারী হবেন।
(মোহাম্মদ আল নোমান)
জনসংযোগ সম্পাদক