একুশে একাডেমী অস্ট্রেলিয়া, বইমেলা-উত্তর পুনর্মিলনী ১লা জুন ২০০৮

১৫.০৫.২০০৮ প্রেস বিজ্ঞপ্তি

মহান ভাষাসৈনিক ও ভাষাশহীদদের সর্বোচ্চ আত্বত্যাগ, সুমহান দেশপ্রেমের প্রতি সম্মান জানিয়ে একুশে একাডেমী অস্ট্রেলিয়া কর্তৃক আয়োজিত ‘একুশে বইমেলা’ বরাবরের মতো তার নিবেদিত কর্মী, সদস্য, শিল্পী, লেখক, স্বেচ্ছায় রক্তদানকারী, ছলােন-ূপ-এ অংশগ্রহনকারী ও শুভান্যুদ্ধায়ীদের ভালোবাসায় সিক্ত। তারই সাথে স্থানীয় সংবাদসেবী, সম্পাদকবৃন্দ, বিভিন্ন বেতার পরিচালক, বিজ্ঞাপনদাতাদের সহযোগিতায় একুশে একাডেমী অস্ট্রেলিয়া গত ১০ বছর ধরেই আয়োজন করে আসছে সিডনীর প্রাণের মেলা ‘একুশে বই মেলা’ ।

একুশে একাডেমী অস্ট্রেলিয়া আগামী ১লা জুন ২০০৮ রবিবার, ৪৫ বারউড ওয়েলফেয়ার এন্ড কম্যুনিটি হলে বেলা ১১টায় একুশে একাডেমীর কর্মী, সদস্য, শিল্পী, লেখকবৃন্দ, স্বেচ্ছায় রক্তদানকারী, ছলােন-ূপ-এ অংশগ্রহনকারী, স্থানীয় সংবাদসেবী, সম্পাদকবৃন্দ, বেতার পরিচালকবৃন্দ, বিজ্ঞাপনদাতাগন এবং শুভান্যুদ্ধায়ীদের সম্মানে একটি বইমেলা-উত্তর পুনর্মিলনীর আয়োজন করেছে।

স্থানঃ বারউড ওয়েলফ্যায়াইর এন্ড কম্যুনিটি হল, ৪৫ বেলমর রোড, বারউড
সময়ঃ ১১টা-৩টা
দিনঃ রবিবার
তারিখঃ ১লা জুন ২০০৮

মেলার সাথে জড়িত সবাইকে সবিনয়ে পুনর্মিলনীতে অংশগ্রহনে অনুরোধ করছি।

যোগাযোগের জন্যঃ

ডাঃ আবদুল ওয়াহাব আল নোমান শামীম
সাধারন সম্পাদক সহ-সাধারন সম্পাদক
একুশে একাডেমী অস্ট্রেলিয়া ইনক একুশে একাডেমী অস্ট্রেলিয়া ইনক
০৪২১ ৬৪ ৭০ ৭০ ০৪০৪৩৪০৪০৪


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment