মিয়ানমারের গণহত্যা : অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী

‘ফিল্মস ফর পিস ফাউন্ডেশন ’‘ব্রুটালিটি এগেইনস্ট হিউম্যানিটি’ শিরোনামে অস্ট্রেলিয়ার মেলবোর্নের উইন্ডহ্যাম পার্ক কমিউনিটি সেন্টারে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে । বিকাল ৪টা থেকে ৮টা পর্যন্ত প্রদর্শনীর ব্যবস্থা আছে । “শান্তির জন্য চলচ্চিত্র” শিরোনামে এশিয়ার প্রথম আলোকচিত্র এবং চলচ্চিত্র নির্ভর শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠার অলাভজনক প্রতিষ্ঠান ফিল্মস ফর পিস ফাউন্ডেশন ।
সম্প্রতি অস্ট্রেলিয়া প্রবাসী আলোকচিত্রশিল্পী সালাহউদ্দিন আহমদসহ ফিল্মস ফর পিস ফাউন্ডেশন দলটি উখিয়া থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত বিভিন্ন স্থানে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প সরেজমিনে পরিদর্শন করে রোহিঙ্গাদের বর্তমান অবস্থা আলোকচিত্র ও চলচ্চিত্রে ধারণ করেছেন।
চারটি মূল উদ্দেশ্য নিয়ে আলোকচিত্র প্রদর্শনীটি আয়োজন করেছে বলে জানায় ফিল্মস ফর পিস ফাউন্ডেশন।
১. বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা
২. রোহিঙ্গাদের উপর বর্বরোচিত অত্যাচারকে গণহত্যার স্বীকৃতি প্রদান গণহত্যার সাথে জড়িতদের বিচার
৩. রোহিঙ্গাদের গণহত্যার ন্যায়বিচার প্রদানসহ যথাযোগ্য মর্যাদায় স্বদেশ পত্তাবর্তন ও পুনর্বাসন
৪. তহবিল সংগ্রহ করা
এই আলোকচিত্র প্রদর্শনীতে ৪০টি আলোকচিত্র প্রদর্শিত হবে । আলোকচিত্র প্রদর্শনীতে মূলত উখিয়া এবং টেকনাফের বিভিন্ন স্থানে অবস্থানরত লাখো রোহিঙ্গাদের উপর মিয়ানমার সেনাবাহিনীর নির্মম অত্যাচারের করুন কাহিনী এবং বর্তমান অবস্থা উঠে এসেছে। জাতিসংঘের তথ্য অনুসারে ৮ লক্ষ রোহিংগা বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে। বিশ্বের অন্যতম দরিদ্র দেশগুলোর একটি দেশ হয়েও বাংলাদেশ অনেক সীমাবদ্ধতার মাঝেও ৭ লক্ষ বাস্তুচ্যুত রোহিংগাদের আশ্রয় দিয়ে মানবতার মহান দৃষ্টান্ত স্থাপন করেছে ।
অনুষ্ঠানে একটি গোল-টেবিল বৈঠক এর ব্যবস্থা করা হয়েছে । অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা, সিডনি, পার্থ এবং এডিলেডে এ প্রদর্শনিটির আয়োজনের উদ্যোগ চলছে ।
বাংলাদেশী কমিউনিটি এবং অস্ট্রেলিয়ান নাগরিক সহ বিভিন্ন পেশাজীবীর সকল মানুষ এই আলোকচিত্র প্রদর্শনীটি দেখতে আসার আমন্ত্রণ রইলো।
Facebook event link: https://www.facebook.com/events/1856533987942962/
Related Articles
Sur-Chhando is presenting Rabindro Shangit program
Dear Community Members: We are pleased to announce that Sur-Chhando is presenting Rabindro Shangit program on Sunday the 31st October
Jugol Bondee Gane Gane in Melbourne
Dear Srota, Srotar Ashor cordially invites you to our next program, “Jugol Bondee Gane Gane” at 5 pm on Saturday,
SUR-CHHANDO, Melbourne presents Pt. YOGESH SAMSI Pt. DEBYOJOTI BOSH
Dear Respected Community Members, You would be delighted to know that SUR-CHHANDO, Melbourne is presenting a musical concert on Saturday