বাংলাদেশ এসোসিয়েশন অফ ডারুইনের ২০১০ স্বাধীনতা দিবস
এবারে ডারুইনের ছোট্ট বাংলাদেশী কমুউনিটি আর এক ধাপ সাহস দেখিয়ে পরিবেশন করলো বাংলা নাট্য-গীতি-নৃত্য আলেখ্যঃ ‘মায়ের হূদয়ে স্বাধীনতার আলো’। বহু সীমাদ্ধতার মাঝে এরকম একটা প্রচেষ্ঠার জন্য এসোসিয়েশনের সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা। নাট্যাংশে এবং নাচে একগুচ্ছ বর্তমান প্রজন্মের অংশগ্রহন এই অনুষ্ঠানকে এনে দিয়েছে সার্থকতা । আমার কাছেএটাকেই মনে হয়েছে সবচেয়ে বড় পাওনা। আমার মনে এতটুকু সন্দেহের লেশ নেই যে, অংশগ্রহনকারী এই প্রজন্মের সবার মনে এই স্মৃতি জাগ্রত থাকবে সারা জীবন। এরকম একটা অনুষ্ঠানকে সবার সামনে উপস্থাপনার জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে সঠিক পরিকল্পনার, সেক্ষেত্রে সবচেয়ে বেশী বিচক্ষনতার পরিচয় পাওয়া গেছে সীমাবদ্ধ সাধ্যের সঠিক সদ্বব্যবহারের মঝে। ক্লান্তিহীন সময় দিয়ে এমন কাজটি করেছেন এসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদিকা সোফিয়া আলম। ছোট্ট মনিদের দিয়ে ট্রেকের সাথে গান গাওয়ানো কিছুটা হলেও কঠিন, আর সেই কাজটি ধৈর্যের সাথে ভালোভাবেই সম্পন্ন করেছেন হাসিনা মমতাজ। অংশগ্রহনকারী সকলের উৎসাহের কারণে সমস্ত বাধা পার করে অনুষ্ঠানটা করা সম্ভব হয়েছে। আশা থাকলো এসোসিয়েশন ভবিষ্যতেও এভাবেই নতুন প্রজন্মকে দিয়ে যাবে বাংলদেশের ছোয়া।
more photos at https://priyoaustralia.com.au/photos/main.php?g2_itemId=8926