অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাথে ১৬ই এপ্রিল 'একান্ত আড্ডার' নিমন্ত্রণ

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাথে ১৬ই এপ্রিল 'একান্ত আড্ডার' নিমন্ত্রণ

সন্মানিত ক্যানবেরাবাসী,

বাংলাদেশে আলোকিত মানুষ তৈরির কাজে নিয়োজিত বহুমুখী প্রতিভার অধিকারী সমাজসংস্কারক, শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ আগামী ১৬ই এপ্রিল রোজ বুধবার ক্যানবেরায় ভ্রমন করবেন। এ উপলক্ষে বাংলাদেশ অস্ট্রেলিয়া এসোসিয়েশন ক্যানবেরা ইনক একটি ‘একান্ত আড্ডার’ আয়োজন করেছে। আমরা ক্যানবেরাবাসী এ কৃতিমান ব্যক্তিত্বের সান্নিধ্যের সুযোগ পাওয়ায় আনন্দিত। এ আনন্দঘন সন্ধ্যায় এ কথাসাহিত্যিকের সাথে আড্ডায় আপনাদের সকলে আমন্ত্রিত।

সংক্ষিপ্ত পরিচিতি:

আবদুল্লাহ আবু সায়ীদ (২৫শে জুলাই, ১৯৪০) বাংলাদেশের বহুমুখী প্রতিভার অধিকারী একজন সমাজসংস্কারক। তিনি মূলত শিক্ষাবিদ ও সাহিত্যিক। তিনি ষাট দশকের একজন প্রতিশ্রুতিময় কবি হিসেবে পরিচিত। সে সময় সমালোচক এবং সাহিত্য সম্পাদক হিসাবেও তিনি অনবদ্য অবদান রেখেছিলেন।আত্মজীবনীসহ নানাবিধ লেখালেখির মধ্য দিয়ে আজো তিনি লেখক পরিচিত বহাল রেখেছেন। তিনি একজন সুবক্তা। ১৯৭০ দশকে তিনি টিভি উপস্থাপক হিসাবে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। ‘আলোকিত মানুষ চাই’ আন্দোলনের পুরোধা হিসাবে সত্তরের দশকের শেষ পর্বে তিনি প্রতিষ্ঠা করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্র যা তাঁর জীবনের শ্রেষ্ঠ কীর্তি। আলোকিত মানুষ চাই শ্লোগানকে সামনে রেখে যে মানুষটি আলোকিত মানুষ গড়ার ব্রত নিয়েছেন তাঁকে আমরা সবাই চিনি। তিনি আমাদের সবার প্রিয় সায়ীদ স্যার। বর্তমানে বিশ্বসাহিত্য কেন্দ্রের ৫০০টি শাখা দেশের মোট ৫৪টি জেলায় তাদের কর্মকাণ্ড বিস্তৃত করেছে এবং এর সাথে যুক্ত আছেন বহু স্বেচ্ছাসেবী কর্মী। অধ্যাপক হিসেবে তাঁর খ্যাতি কিংবদন্তিতুল্য। তিনি অনুভব করেছেন যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রয়োজন অসংখ্য উচ্চায়ত মানুষ।

অনুষ্ঠান বিবরণী:

তারিখ: বুধবার, ১৬ই এপ্রিল ২০১৪ ইং

স্থান: বেলকনেন কম্যুনিটি থিয়েটার

সোয়ানসন কোর্ট (বেলকনেন বাস ইন্টারচেঞ্জ-এর উল্টোদিকে) (Swanson ct, Belconnen)

সময়: সন্ধ্যা ৬:৩০ ঘটিকা (সন্ধ্যা ৭ ঘটিকায় অনুষ্ঠান শুরুর নিমিত্তে)

অনুষ্ঠান সূচী:

৬:৩০: অতিথিদের আগমন ও রাতের খাবার (খাবার ক্রয় সাপেক্ষে)

৭:০০: শুভেচ্ছা জ্ঞাপন (মান্যবর হাই কমিশনার ও এসোসিয়েশন)

৭:১৫: ক্যানবেরা অভিবাসী বাংলাদেশী শিশু কিশোরদের সাথে শ্রদ্ধেয় সায়ীদ স্যারের কথা

৭:৪৫: শ্রদ্ধেয় সায়ীদ স্যারের কথা ও ক্যানবেরাবাসীর সাথে আড্ডা

৯:১৫: শ্রদ্ধেয় সায়ীদ স্যারকে ক্যানবেরাবাসীর পক্ষ থেকে সন্মাননা প্রদান ও অনুষ্ঠানের সমাপ্তি জ্ঞাপন।

বিঃ দ্রঃ:

এই অনুষ্ঠানটি সবার জন্য উম্মুক্ত এবং অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের জন্য তহবিল সংগ্রহ করা হবে। আপনাদের সতস্ফুর্ত অনুদান বিশ্বসাহিত্য কেন্দ্রের কর্মকাণ্ড স্বাভাবিক ভাবে চলতে সহায়তা করবে।

অনুষ্ঠানস্থলে রাতের খাবার বিক্রয় করা হবে, অভিজিৎ এর স্পেশাল তেহারী(প্রতি প্যাকেট খাবার ও কমল পানীয় ৮ ডলার)। খাবার প্রাপ্তি নিশ্চিত করার জন্য ১৪ই এপ্রিলের মধ্যে অভিজিৎ সরকার, ফোন: ০৪৫১১১৮০০৬ ও ইমেল – avijit.sarkar@hotmail.com এ যোগাযোগ করুন।

ধন্যবাদান্তে,

সৈয়দ আব্দুল্লাহ আস-সাঈদ

সভাপতি

বাংলাদেশ অস্ট্রেলিয়া এসোসিয়েশন ক্যানবেরা ইনক -এর ইসির পক্ষে

বিঃ দ্রঃ: অনুষ্ঠানস্থলে রাতের খাবার বিক্রয় করা হবে, অভিজিৎ এর স্পেশাল তেহারী(প্রতি প্যাকেট খাবার ও পানীয় ৭ ডলার)। খাবার প্রাপ্তি নিশ্চিত করার জন্য ১৪ই এপ্রিলের মধ্যে অভিজিৎ সরকার, ফোন: ০৪৫১১১৮০০৬ ও ইমেল – avijit.sarkar@hotmail.com এ যোগাযোগ করুন।

শ্রদ্ধেয় সায়ীদ স্যারের ক্যানবেরায় অবস্থানরত প্রাক্তন ছাত্রবৃন্দকে এসোসিয়েশনের সভাপতির (ফোন – ০৪০১১৬৫০০৮) সাথে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

শ্রদ্ধেয় স্যারের লিখিত গ্রন্থ ক্রয় করতে ইচ্ছুক ব্যক্তিগণ সংযুক্ত গ্রন্থতালিকা ও তাতে বর্ণিত ঠিকানায় যোগাযোগ করতে পারবেন।

বিস্তারিত তথ্যের জন্য ব্যাকের নির্বাহী সদস্যদের সাথে যোগাযোগ করুন।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment