রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠান ২২শে মে ২০১০ শনিবার
বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরা
রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠান ১৪১৭
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী যথাযথ মর্যাদার সাথে উদযাপনের জন্য ক্যানবেরাস্থ বাংলাদেশ হাইকমিশন আগামী ২২শে মে ২০১০ (০৮ই জ্যৈষ্ঠ ১৪১৭) রোজ শনিবার হাইকমিশনে নিম্মলিখিত অনুষ্ঠানের আয়োজন করেছেঃ
তারিখঃ ০৮ই জ্যৈষ্ঠ ১৪১৭, ২২শে মে ২০১০ শনিবার ।
স্থানঃ বাংলাদেশ হাইকমিশন , ৪৩ কালগোয়া সার্কিট, ওম্যালী, এসিটি – ২৬০৬
সময়ঃ বিকেল ৪.০০ ঘটিকা ।
অনুষ্ঠানসূচীঃ
০৪.০০ আসন গ্রহণ ।
০৪.০৫ গান, আবৃত্তি ও নাচ ।
০৬.৩০ উপহার বিতরণ ।
০৬.৪৫ আপ্যায়ন ।
উক্ত অনুষ্ঠানমালা উপভোগের জন্য অষ্ট্রেলিয়াস্থ বাংলাদেশের সকল নাগরিকবৃন্দকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সীমিত আসন সংখ্যার কারণে অনুষ্ঠান উপভোগে আগ্রহীদের অনুষ্ঠান শুরুর পূর্বে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
************