অস্ট্রেলিয়া’র একমাত্র প্লাটফর্ম ?
সত্যিই কি তাই ? অস্ট্রেলিয়া’র একমাত্র ইভেন্ট প্লাটফর্ম ? কিভাবে ?
বর্তমানে প্রত্যেক স্টেট-এ অনেকগুলো জনপ্রিয় প্রিন্টেড এবং অনলাইন নিউজ পোর্টাল রয়েছে যা আমরা সবাই নিয়মিত ব্যবহার করে থাকি কমিউনিটির খবর পেতে, আর ফেইসবুক ? সে তো এখন আমাদের জীবনের একটি বড় অংশ !
আপনি চিন্তা করে দেখেছেন কি, বাংলাদেশী এবং ইন্ডিয়ান প্রোগ্রামের খোঁজ পেতে আমরা পুরোপুরি ফেইসবুকের উপর নির্ভরশীল ? কিছু কমিউনিটি ওয়েবসাইট আছে যারা নিজ নিজ স্টেট-এর প্রোগ্রাম সমন্ধে সকলকে জানিয়ে থাকেন, এবং Ticketing ওয়েবসাইট গুলো শুধুমাত্র তাদের Client-‘র ইভেন্ট লিস্টিং করে থাকেন, তারা তো টিকেটিং প্লাটফর্ম, ইভেন্ট প্লাটফর্ম নয় কিন্তু ।
এক রকম সামাজিক দায়বদ্ধতা থেকেই “গান বাকসো” ওয়েবসাইট তাদের ইভেন্ট প্লাটফর্ম হিসেবে যাত্রা শুরু করে রেডিও-র পাশাপাশি। তাদের প্রত্যেক স্টেট্-এর করেসপন্ডেন্ট নিজ নিজ কমিউনিটির আপডেট তুলে ধরেন। আকর্ষণীয় বিষয় হলো ইভেন্ট অর্গানাইজার তাদের ইভেন্ট গান বাকসো ওয়েবসাইট-এ ফ্রি তে submit করে থাকেন ।
“গান বাকসো” বাংলা ইভেন্ট খোঁজ করার পদ্ধতিই পরিবর্তন করে দিয়েছে। এখন ফেইসবুক এ খোঁজাখুঁজি না করে ইন্টারনেট সার্চে গিয়ে ” Bangla Events near me ” লিখলেই চলে আসবে প্রত্যেকটি বাংলা প্রোগ্রমের লিস্ট ! বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাসরত ৮০% বাংলাদেশী এই ওয়েবসাইট ব্যবহার করে থাকেন। আপনিও একবার ভিসিট করে আসুনঃ www.gaanbaksho.com.au/event
Related Articles
সন্ধানী বিজ্ঞপ্তি – অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেট এবং টেরিটরি প্রতিনিধি
সন্ধানী বিজ্ঞপ্তি – অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেট এবং টেরিটরি প্রতিনিধি
BUET Alumni Association Australian Chapter formed
Bangladesh University of Engineering & technology (BUET) and its predecessor institutions are the most recognized and prestigious educational institutions in
Media Release of the Newly Elected Board of BANSW Inc.
MEDIA RELEASE : NEWLY ELECTED BOARD FOR 2008-09 BANSW will be thankful if you could please arrange to publish in