আইয়ুব বাচ্চু স্মরণে লাল সবুজের সংগীতানুষ্ঠান “রূপালী গিটার” অনুষ্ঠিত

আইয়ুব বাচ্চু স্মরণে লাল সবুজের সংগীতানুষ্ঠান “রূপালী গিটার” অনুষ্ঠিত

কিংবদন্তী ব্যান্ড সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু তিন যুগের বেশি সময় ধরে অসংখ্য জনপ্রিয় গানের কথা ও সুরের খেয়ায় ভাসিয়ে গত ১৮ই অক্টোবর ২০১৮ চলে গেছেন না ফেরার দেশে। সিডনীর সংগীত দল লাল সবুজ তাদের এক দশক পূর্তিতে কিছু জনপ্রিয় অতিথি শিল্পী নিয়ে ১৮ই নভেম্বর ২০১৮ তারিখে আইয়ুব বাচ্চুর স্মরণে তারই কিছু ভিন্ন ভিন্ন ধারার কালজয়ী গান নিয়ে আয়োজন করে “রুপালী গিটার” সংগীত সন্ধ্যা। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সিডনীর লুমিয়ায়, ওয়েস্ট লীগস অডিটোরিয়ামে। প্রচুর সংখ্যক দর্শকের উপস্থিতি অনুষ্ঠানটিকে ভিন্ন মাত্রা দিয়েছে।

সন্ধ্যা আনুমানিক ৭:৩০ মিনিটে অনুষ্ঠানটি শুরু হয়। উপস্থাপিকা ফারহানা বিথী প্রয়াত আইয়ুব বাচ্চুর প্রতি সম্মান জানিয়ে উপস্থিত সুধীগণের ও আমন্ত্রিত অতিথি শিল্পীদের প্রতি শুভেচ্ছা বক্তব্য রাখেন। তারপর শুরু হয় অনুষ্ঠানের প্রথম পর্ব। প্রথম পর্বে লাল সবুজ নিম্নোক্ত ৮টি জনপ্রিয় গান পরিবেশন করেনঃ (১) সে তারা ভরা রাতে (২) রূপালী গিটার (৩) কষ্ট কাকে বলে (৪) সাড়ে তিন হাত মাটি (৫) দরজার ওপাশে (৬) ফেরারী (৭) একদিন ঘুম ভাঙা শহরে (৮) হাসতে দেখ।

উপস্থাপিকা, আয়োজক ও শিল্পীবৃন্দ

৩০ মিনিট নৈশ ভোজ বিরতির পর শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এই পর্বে লাল সবুজ ও অতিথি শিল্পী পরিবেশন করেন আইয়ুব বাচ্চুর আরো কিছু জনপ্রিয় গানঃ (১) শেষ চিঠি (২) ভাঙামন নিয়ে তুমি (৩) সুখের পৃথিবী (৪) কষ্ট (৫) রাতের তারার মতো (৬) সেই তুমি কেন এত অচেনা হলে (৭) ঘুমন্ত শহরে (৮) বারোমাস তোমায় ভালোবাসি (৯) অভিলাষী আমি (১০) আমার সমাধীর পর (১১) তিন পুরুষ (১২) এক চালা টিনের ঘর (১৩) ও দুনিয়ার মানুষ।

সবশেষে আবারও উপস্থাপিকা সকল দর্শক শ্রোতাদের, অতিথি শিল্পীদের, মিডিয়া পার্টনার ও স্পনসরদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন।

লাল সবুজের শিল্পীরা হলেন – মাসুদ মিথুন, রহমান, লুৎফা, সজল, নাহিদ, বিজয় ও মাহাদী।

অতিথি শিল্পীরা হলেন – মিঠু, তানভীর, মিনহাজ, মাহি, মইনুল ও সোহেল।

উপস্থাপিকা – ফারহানা বিথী।

মঞ্চসজ্জা ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন – নাজমুল চৌধুরী।

সাউন্ড কন্ট্রোল – রহমান ও মাহাদী।

মিডিয়া পার্টনার – সিডনী প্রেস ও মিডিয়া কাউন্সিল, জয়যাত্রা টিভি, প্রিয় অস্ট্রেলিয়া ডট কম ও গান বাক্স।

স্পনসর – HBD সার্ভিসেস, আদিয়ান গ্রসারিজ, মিন্টো ডিসকাউন্ট ফার্মেসী, টুকিটাকি গ্রসারিজ এবং Century21 মিন্টো।

লাল সবুজ ব্যান্ডের সদস্যবৃন্দ

সকল অতিথি শিল্পী ও উপস্থাপিকার প্রতি লাল সবুজ জানাচ্ছে আন্তরিক কৃতজ্ঞতা। শত ব্যস্ততার মাঝে যে সকল সুধী মন্ডলী অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন এবং বিভিন্ন কারণে যারা উপস্থিত হতে পারেননি, সকল মিডিয়া পার্টনার ও স্পনসরদের প্রতি জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ।

বিশেষ ধন্যবাদঃ স্বপন, বাপ্পী ও সাগর – সহায়তা

টুকিটাকি গ্রসারিজ – টিকিট বিক্রয়

আদিয়ান গ্রসারিজ – টিকিট বিক্রয়

দাওয়াত রেস্টুরেন্ট – টিকিট বিক্রয়

মাছুম ভাই – খাবার সরবরাহ

প্রথম আলো, বিদেশ বাংলা24.com, নিউজ বাংলাদেশ, স্বাধীন কণ্ঠ, বাংলা-সিডনী ডট কম, প্ৰশান্তিকা ডট কম।

নাঈম আব্দুল্লাহ ভাই – মিডিয়া কাভারেজ এবং সার্বক্ষণিক পরামর্শ।


Place your ads here!

Related Articles

RUAAA’র নৈশভোজ

গতকাল ১৬/৫/২০১৮ সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় আলুমনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া (RUAAA) চ্যাপ্টারের কার্যনির্বাহী কমিটির সদস্য গন বাংলাদেশ থেকে আগত রাজশাহী বিশ্ববিদ্যালয় আলুমনাই

প্রধানমন্ত্রীর জন্মদিনে সিডনিতে দোয়া ও বিশেষ মোনাজাত

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সিডনিতে গত ২৮শে সেপ্টেম্বর এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তার গলব্লাডারে অপারেশনের

1 comment

Write a comment
  1. istiak
    istiak 24 November, 2018, 09:40

    খুব ভালো একটা আর্টিকেল দন্যবাদ লেখককে আর প্রিয় অস্ট্রেলিয়া, লাল সবুজকে’ আল্লাহ যাতে বাচ্চু ভাইকে বেহেশত নসিব করুক আর বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত এখন সারা ওয়ার্ল্ড টুর করতে পারে তা বাচ্চু ভাই এবং অনেক সিনিয়র এর অবদান আমি মনে করি.

    Reply this comment

Write a Comment