সিডনিতে বিজয় উৎসব

সিডনিতে বিজয় উৎসব

গত ৯ ডিসেম্বর সিডনি বাঙালী কমিউনিটি ইনকের আয়োজনে “এসো মাতি বিজয়ের আনন্দে” শ্লোগানে অস্ট্রেলিয়া সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে অস্ট্রেলিয়ায় বেড়ে উঠা শিশু কিশোরদের পরিবেশনায় অনুষ্ঠিত হলো মহান বিজয় দিবসের আনন্দ উৎসব।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের এমপি আনুলাক চান্টিভংগ।তিনি তার শুভেচ্ছা বক্তব্যে, শিশু কিশোরদের পরিবেশনার বিশেষ প্রশংসা করেন এবং বাংলাদেশী কমিউনিটির সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।

সেলিমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই সিডনির সুপরিচিত সংগীতশিল্পী দম্পতি আতিক হেলাল এবং আরেফিনা মিতা দেশাত্ববোধক গান পরিবেশন করেন।এই গানের মাধ্যমে শিশু কিশোরদের বিজয় উৎসবকে উৎসাহ দিতে তাদের মধ্য থেকে শিশু শিল্পী সাফিনাকে ডেকে নেন তাদের সাথে গাইতে।মনমুগ্ধকর ছিল সেই পরিবেশনা।

প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের সংগঠন কিশোর সংঘ। বিজয় দিবসে তারা বিজয় দিবস ভিত্তিক একক ও দলীয় গান,নাচ ও আবৃত্তি পরিবেশন করে। গানে অংশগ্রহন করে আনুভা,মোলতাজাম ,ঈশান , রিডা ,মুনতাহার ,মাহিমা, রায়া ,ফাহমিদা ,আরিবা ।কবিতায় ছিল ঐহিক ,পৃথিবী ,জাফরী ও আরিবা এবং নৃত্যে ছিল নুসাবা,সাফাইয়া এবং মেঘা।এই দলটির সার্বিক তত্ত্বাবধায়নে ও সংগীত পরিচালনায় ছিলেন সীমা আহমেদ এবং নৃত্য পরিচালনায় অর্পিতা সোম চৌধুরী।

পরবর্তী আয়োজনে দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্যকলা ডান্স স্কুল। শাহীন আক্তার স্বর্ণার পরিচালনায় এই দলটিতে অংশ নেয় সাদিয়া সারিয়া,তাভিশা ও ইরীশা।এর পরের পরিবেশনায় ছিল সিডনির সুপরিচিত সংগঠন কিশলয় কঁচিকাঁচা।তারা গান নাচ ও ছড়া সহ বিজয় দিবসের বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করে। রোকসানা বেগম ছিলেন এই দলটির সার্বিক পরিচালনায় । এই দলটিতে অংশ নেয় রিহা, রিনিতা, রানিয়া, অনন্যা, পন্থিয়া, কৃশ,এনাফ,রিধি,আর্শিতা, আনান, দিব্বো,জয়া, ছোয়া,নাশমিয়া, নুয়ায়ীরা, সাফিনা, আনিলা, আদ্রিতা।

এই অনুষ্ঠানটির শেষ পরিবেশনা ছিল সদ্য প্রয়াত সংগীত শিল্পী আইযুব বাচ্চুর স্মৃতির উদ্দেশ্যে সঙ্গীত পরিবেশন।বাংলাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী দিলরুবা খানের ছেলে গিটারিস্ট সোহেল খানের পরিচালনায় সিডনিতে নতুন করে শিশু কিশোরদের নিয়ে গড়ে উঠা গিটারিস্ট দল আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান গুলো পরিবেশন করে।এই অংশে সংগীত ও গীটারে ছিল ঈশান,সামিন,সাদাত , রনিন ,আদ্রিতা,সাফিনা, মালিহা ।

মনোমুগ্ধকর এই অনুষ্ঠানের তবলায় ছিলেন সাকিনা আক্তার, কাজনে মিহির পারভেজ ,গীটারে সোহেল খান , মন্দিরায় লোকমান হাকিম এবং শব্দ নিয়ন্ত্রণে ছিলেন আত্বাবুর রহমান।পোশাক সজ্জায় সহায়তা করেন বিলকিস খানম পাঁপড়ি। অনুষ্ঠান পরিকল্পনায় ছিলেন সাকিনা আক্তার ও পূরবী পারমিতা বোস। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন অজয় দত্ত।এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশী রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সিডনি থেকে অনলাইন ও প্রকাশিত পত্রিকার সম্পাদক ও সাংবাদিকবৃন্দ ও প্রবাসী বাংলাদেশীরা।

ছবিতে বিজয় উৎসব
ছবিতে বিজয় উৎসব
ছবিতে বিজয় উৎসব
ছবিতে বিজয় উৎসব
ছবিতে বিজয় উৎসব
ছবিতে বিজয় উৎসব
ছবিতে বিজয় উৎসব

ছবিতে বিজয় উৎসব
ছবিতে বিজয় উৎসব
ছবিতে বিজয় উৎসব
আমন্ত্রিত দর্শকদের একাংশ
আমন্ত্রিত দর্শকদের একাংশ
পূরবী পারমিতা বোস

পূরবী পারমিতা বোস


Place your ads here!

Related Articles

Reception Dinner for IEB officials from Bangladesh -2018

Location: Jasmins Function Centre. Address: 375 Macquarie St, Liverpool NSW 2170 Date:  14/10/2018 There were few delegates including general secretary

Annual General Meeting of DUAAA

NOTICE FOR THE ANNUAL GENERAL MEETING 2017 Members are advised that the Annual General Meeting of Dhaka University Alumni Association

‘লাইব্রেরী এসোছিয়েশন অব বাংলাদেশ’-এর উদ্যোগে ঢাকা’য় সেমিনার আয়োজন

লাইব্রেরীতে “একুশে কর্নার” বাস্তবায়নের লক্ষ্যে ‘লাইব্রেরী এসোছিয়েশন অব বাংলাদেশ’-এর উদ্যোগে  সম্মিলিতভাবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনিসটিটিউট, ঢাকা’য়  সেমিনার আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত  

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment