“পারিবারিক জীবনে সূন্নাহর গুরুত্ত্ব” ওয়ার্কশপ অনুষ্ঠিত

গত ২৫শে মার্চ রবিবার “পারিবারিক জীবনে সূন্নাহের্ গুরুত্ত্ব” শীর্ষক একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। Advance Diversity Services এবং HOPE Inc. এর যৌথ উদ্যোগে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। কোগরা স্কুল অফ আর্ট হলে দুপুর ২টায় দুপুরের খাবারের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়।
প্রথমেই বক্তব্য রেখেছেন Advance Diversity Services এর এস এস পি প্রোগ্রামের ম্যানেজার Mr. Anthony Scerri, এরপর বক্তব্য রাখেন HOPE Inc. এর সভাপতি জনাব শহীদুজ্জামান আলো। ওয়ার্কশপ এর মূল বক্তা শেখ সাইফুল হাসান আলোচ্য বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
বক্তাগণ পারিবারিক জীবনে সুন্নাহর প্রাকটিসের উপর গুরুত্ত আরোপ করেন। ইহকালের পারিবারিক জীবনে সুন্নাহর সঠিক ভাবে ব্যবহার করলে পরকালেও আল্লাহ পাক বেহেস্তে পরিবারটিকে সুখি রাখবেন। এজন্য পরিবারের সকল সদস্যদের প্রতি সকলের হক আদায় করার গুরুত্ত দিয়েছেন প্রধান বক্তা।
ওয়ার্কশপটি উপস্থাপনা করেন রকডেল মসজিদের পরিচালক জনাব মইন উদ্দীন। ওয়ার্কশপের বিশেষ আকর্ষণ ছিল উপস্থিত দর্শক- শ্রোতাদের পক্ষ থেকে কোরআন ও সুন্নাহ র্সম্পর্কে বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর। ওয়ার্কশপের আরও একটি আকর্ষণ ছিল জনাব সাব্বির আহমেদের হামদ পরিবেশনা।
পাশাপাশি পৃথক ২ টি হলে পৃথক ভাবে পুরুষ এবং মহিলাদের জন্য ব্যবস্থা করা হয়। আলোচনা পর্ব সুষ্ঠ ভাবে চালানোর স্বার্থে ছোট্ট ছেলে মেয়েদের জন্য চাইল্ড মাইনডিং এর ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানটিকে সফল ভাবে সার্থক করতে স্পনসর Advance Diversity Services (ADS), Host of the Peace Environment Inc. (HOPE) এবং যিনি যে ভাবে সহযোগিতা করেছেন তাঁদের সকলকে ধন্যবাদ জানানোর মাধ্যমে ওয়ার্কশপের সমাপ্তি করা হয়।
বিঃ দ্রঃ ব্যক্তিগত অনিচ্ছার কারনে মহিলা হলরুম এবং অনেকের ছবি ছাপানোর জন্য পাঠানো হয়নি।
Related Articles
Reception Dinner for IEB officials from Bangladesh -2018
Location: Jasmins Function Centre. Address: 375 Macquarie St, Liverpool NSW 2170 Date: 14/10/2018 There were few delegates including general secretary
'Labor Team' for Strathfield Council election – 8 Sep 2012
Dear Community friend, I informed you earlier that I have been preselected by the Labor Party to lead the Labor