ক্যাম্বেলটাউন বাংলা স্কুলে বিজয় দিবস উদযাপিত

ক্যাম্বেলটাউন বাংলা স্কুলে বিজয় দিবস উদযাপিত

প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও ক্যাম্বেলটাউন বাংলা স্কুল যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের বিজয় দিবস পালন করেছে। বিজয় উৎসব পালনের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ ও অভিবাবকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কর্মদিবসের শুরুতেই বিজয় দিবসকে প্রতিপাদ্য করে স্কুলের শিক্ষার্থিদের তৈরি বিভিন্ন বিষয়ের প্রদর্শনি অনুষ্ঠিত হয়। তন্মধ্যে ভাষা শহীদ মিনার, স্মৃতিসৌধ এবং বাংলাদেশের পরিচয় বহনকারী বিশ্বের একমাত্র লোনা পানির বন সুন্দরবন স্থান করে নেয়।

অনুষ্ঠানের শুরুতেই স্কুলের অধ্যক্ষ উপস্থিত সকলকে স্বাগত ও শূভেচ্ছা জানান। এরপর সভাপতি ও সহসভাপতির সংক্ষিপ্ত বক্তব্যের পর শুরু হয় মূল অনুষ্ঠান। স্কুলের প্রত্যেক শ্রেণীর শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের সহযোগিতায় বিভিন্ন রকম পরিবেশনা উপস্থাপনা করে। টুনটুনি, দোয়েল এবং মাছরাঙ্গা প্রত্যেক শ্রেণীর শিক্ষার্থিদের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। তন্মধ্যে শীক্ষার্থিদের কন্ঠে শামসুর রহমানের “স্বাধীনতা তুমি” কবিতা দর্শকদের বিমোহিত করে। এছড়াও শিক্ষার্থিদের কন্ঠে বাংলাদেশের অভূদ্যয়ের ইতিহাস দর্শকদেরকে সামান্য সময়ের জন্য হলেও বাংলাদেশের বিজয় উৎসবে ফিরিয়ে নিয়ে চলে।

এরপর শিক্ষার্থিদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এবছরই প্রথম নিউ সাউথ ওয়েলস কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস স্কুলস বোর্ড কতৃক ইস্যুকৃত সনদ বিতরণ করা হয় স্কুলের নিয়মিত সনদের পাশাপাশি। এছাড়াও প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও দুজন শিক্ষার্থিকে নিউ সাউথ ওয়েলসের সম্মানিত মিনিস্টারস মেরিট এওয়ার্ড প্রদান করা হয়। সবশেষে অভিবাবকরা স্কুল সম্মন্ধে তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। তারা বলেন ক্যাম্বেলটাউন বাংলা স্কুল প্রবাসে মাতৃভাষা শিক্ষার যে গুরু দায়িত্ব পালন করে চলেছে তা অনুকরণীয়। তাদের বাচ্চারা বিশেষকরে প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা প্রজন্ম স্কুলের মাধ্যমে শেখা বাংলা ভাষায় তাদের দাদা-দাদি, নানা-নানি তথা শেকড়ের সাথে সহজেই কথা বলতে পারছে।

Md Yaqub Ali

Md Yaqub Ali

আমি মোঃ ইয়াকুব আলী। দাদি নামটা রেখেছিলেন। দাদির প্রজ্ঞা দেখে আমি মুগ্ধ। উনি ঠিকই বুঝেছিলেন যে, এই ছেলে বড় হয়ে বেকুবি করবে তাই এমন নাম রেখেছিলেন হয়তোবা। যাইহোক, আমি একজন ডিগ্রিধারী রাজমিস্ত্রি। উচ্চাভিলাষ চরিতার্থ করতে অস্ট্রেলিয়াতে আমার আগমন ২০১৫ সালের মার্চে। আগে থেকেই ফেসবুকে আঁকিবুকি করতাম। ব্যক্তিজীবনে আমি দুইটা জীবের জনক। একটা হচ্ছে পাখি প্রকৃতির, নাম তার টুনটুনি, বয়স আট বছর। আর একজন হচ্ছে বিচ্ছু শ্রেণীর, নাম হচ্ছে কুদ্দুস, বয়স দুই বছর। গিন্নী ডিগ্রিধারী কবিরাজ। এই নিয়ে আমাদের সংসার। আমি বলি টম এন্ড জেরির সংসার যেখানে একজন মাত্র টম (আমার গিন্নী) আর তিনজন আছে জেরি।


Place your ads here!

Related Articles

ISRA Youth College – Enrolments Close Soon

Assalamu Alaikum Dear Parent, With the re-commencement of ISRA Youth College in two weeks, can you please advise whether your

Invitation- Interfaith Conference at the Parliament House of NSW

Dear Respected Editors, Thanks for your continuous contribution in building our multicultural community through providing support and publishing our cultural

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment