সিডনিবাসীর হৃদয় আর রঙের মেলা ২০শে জানুয়ারী, ব্যাঙ্কসটাউনে

সিডনিবাসীর হৃদয় আর রঙের মেলা ২০শে জানুয়ারী, ব্যাঙ্কসটাউনে

বাঙ্গালী মানেই উৎসব, আয়োজন আর রঙ। এই রঙের মেলারই আয়োজন চলছে সিডনিতে। আগামী ২০শে জানুয়ারী ব্যাঙ্কসটাউনের প্রখ্যাত পল কিটিং পার্কে জমছে মেলা। এরই মধ্যে প্রায় শেষ হয়েছে স্টল বুকিং, মেলা জুড়ে আয়োজন চলছে গান, নাচ, কবিতা, ফ্যাশন ও ফিউশন, কনসার্ট ও বাংলাদেশ থেকে আগত শিল্পীদের মনমাতানো সব আইটেমের। বেলা ২টায় শুরু হয়ে রাত ১১টা অবধি চলবে এই মেলা। ‘কালারস অব বাংলাদেশ’ নামের এই মেলা আয়োজক কমিটি ব্যান্ডিং বাংলাদেশ ইনক। এটাই তাদের এতো বৃহৎ পরিসরে প্রথম আয়োজন। এই মেলায় অংশ নিতে বাংলাদেশ থেকে আসছে তরুন প্রজন্মের জনপ্রিয় ক্লোজ আপ তারকা ঝিলিক ও পাওয়ার ভয়েজের আরিফ। আলোচনার টেবিলে ইতিমধ্যেই জায়গা করে নিয়ে ফেসবুক, পোস্টারে ছেয়ে গেছে সিডনির প্রানকেন্দ্রগুলো। সারা জাগিয়েছে হৃদয়ে দোলা দেয়া বাংলাদেশের রঙের এই উৎসব। এরই মধ্যে ফেডারেল, স্টেট লেভেলের এম, পি, কাউন্সিলরা নিশ্চিত করেছেন তাদের অংশগ্রহন। সিডনির প্রখ্যাত রেস্টুরেন্ট ও চটপটি-পেয়াজু-ঝালমুড়িতে স্টলে স্টলে মেতে উঠবে সিডনির সবাই, বাহারী সব রঙের পোশাকে আসবে তারুন্য, বাজবে ঢোল, সানাই সবাই হৃদয়ে। ডিজিটাল ডিসপ্লে, লেজার আর শাড়ী-চুড়িতে আবার জমবে মেলা পল কিটিং পার্ক, ব্যাঙ্কসটাউন। উল্লেখ্য, ব্যাঙ্কসটাউন ট্রেন স্টেশন থেকে পাত্র ২ মিনিট দুরত্বে মেলায় বিশাল পার্কিং সম্পুর্ন ফ্রি, অনুষ্ঠান শুরু হবে ঠিক ২টায়, চলবে শনিবারের গভীর রাত অবধি। মেলা কমিটির পক্ষ্য থেকে সবাইকে ফেসবুক, পোষ্টার ও ব্যানারে লক্ষ্য রাখতে অনুরোধ করা হয়েছে। মেলা উপলক্ষ্যে একটি ওয়েবসাইট ও ফেসবুক একাউন্ট খোলা হয়েছে, এসম্পর্কিত যাবতীয় তথ্যের জন্য: www.brandingbangladesh.com.au, fb: The Colors of Bangladesh


Place your ads here!

Related Articles

বাংলা প্রসার কমিটির বার্ষিক সাধারন সভা ও কার্যকরী কমিটি গঠিত

আতিকুর রহমান ॥ গত ২৪ আগষ্ট বাংলা প্রসার কমিটির ১৫তম বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সিডনীর মিন্টোস’ দি

ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।

ক্যাম্বেলটাউন বাংলা স্কুল মাতৃভাষা চর্চা এবং সংস্কৃতি প্রসারের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসব উৎযাপনে স্কুল সংশ্লিষ্ট সবাইকে সম্পৃক্ত করে

অষ্ট্রেলিয়া দিবস ২০০৯ মাসুদ চৌধুরী সিটিজেন অব দ্যা ইয়ার নির্বাচিত

বাংলাদেশ কমিউনিটি কাউন্সিলের সভাপতি ও Canterbury City Council Multicultural Committee Vice President Masood Chowdhury JP কে City of Canterbury Council

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment